ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বরিশালে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা ॥ আটক ২

প্রকাশিত: ০৬:৫১, ১৬ জানুয়ারি ২০১৮

বরিশালে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা ॥ আটক ২

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য পিয়ারা ফারুক বক্তিয়ারের দুই পুত্রের হামলায় উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এক ইউপি চেয়ারম্যান আহত হয়েছেন। এ সময় হামলাকারীরা চেয়ারম্যানকে বহনকারী প্রাইভেটকার ভাংচুর করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হামলাকারী দুই সহোদরকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে পয়সা-বাগধা সড়কের বাগধা নামক এলাকায়। জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আগৈলঝাড়া উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আমিনুল ইসলাম বাবুল ভাট্টি সোমবার সকালে ঢাকা থেকে প্রাইভেটকারযোগে বাগধা গ্রামের বাড়িতে ফিরছিলেন। পয়সা-বাগধা সড়ক অতিক্রমকালে জেলা পরিষদের সংরক্ষিত-১ আসনের সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পিয়ারা ফারুক বক্তিয়ারের স্বামী ফারুক বক্তিয়ার মোটরসাইকেলযোগে নিজ বাড়ি থেকে সড়কে ওঠার সময় চেয়ারম্যানকে বহনকারী প্রাইভেটকারের সঙ্গে ধাক্কা লেগে মাটিতে পরে যায়। ইউপি চেয়ারম্যান দ্রুত গাড়ি থেকে নেমে ফারুক বক্তিয়ারকে টেনে তোলেন। ঘটনা দেখে ফারুক বক্তিয়ারের পুত্র মিঠু বক্তিয়ার ও রিন্টু বক্তিয়ার দৌড়ে ঘটনাস্থলে পৌঁছে চেয়ারম্যান বাবুল ভাট্টির ওপর হামলা চালিয়ে আহত করে। একপর্যায়ে হামলাকারী মিঠু ও রিন্টু চেয়ারম্যানকে বহনকারী প্রাইভেটকারটি ব্যাপক ভাংচুর করে। চেয়ারম্যান বাবুল ও ফারুক বক্তিয়ারকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে থানার এসআই শাহনুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত প্রাইভেটকার ও মোটরসাইকেল উদ্ধারসহ হামলাকারী মিঠু বক্তিয়ার ও তার ভাই রিন্টু বক্তিয়ারকে আটক করেন। এ ঘটনায় চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টির ভাই কালাম ভাট্টি বাদী হয়ে ওইদিন দুপুরে আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। বঙ্গবন্ধু সাফারি পার্কের বাঘ বাইরে ॥ আতঙ্ক স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কের নিরাপত্তা বেষ্টনী থেকে পালিয়ে গেছে একটি বাঘ শাবক। শুক্রবার সকালে বেষ্টনীর খাঁচা থেকে বাঘ শাবকটি পালিয়ে গেলেও সোমবার পর্যন্ত তাকে আটক করা সম্ভব হয়নি। সাফারি পার্কের বাঘের ভেতরে খাঁচা পরিষ্কার করতে ঢোকে নিরাপত্তাকর্মী। ওই সময় বেষ্টনীর খাঁচার দরজা খোলা পেয়ে দুইবছর বয়সের শাবকটি পালিয়ে পাশের বনাঞ্চলে ঢুকে পড়ে। এ ঘটনার পর থেকে পার্ক দর্শনে আসা পর্যটক-দশনার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এতে পার্কে দর্শনার্থী আগমনে ভাটা পড়েছে বলে জানিয়েছেন ইজারদার। সাফারি পার্কের বনবিট কর্মকর্তা মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, বাঘ শাবকটি খাঁচা থেকে বেরিয়ে গেলেও বাঘের নির্ধারিত বেষ্টনীর ভেতরেই আছে। অন্য কোন স্থানে যাওয়ার সুযোগ নেই। কারণ বাঘের বেষ্টনীর চারিদিকে বাউন্ডারি দেয়াল রয়েছে।
×