ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে অপহৃত কিশোরী আড়াইহাজারে উদ্ধার

প্রকাশিত: ০৬:৫১, ১৬ জানুয়ারি ২০১৮

রূপগঞ্জে অপহৃত কিশোরী আড়াইহাজারে উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১৫ জানুয়ারি ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে অপহৃত কিশোরী ফারজানা আক্তার সুমিকে আড়াইহাজার থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে আড়াইহাজার উপজেলার নুরন্দী এলাকা থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। অপহরণের ঘটনায় রাকিব নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এর আগে, গত ১১ জানুয়ারি সকালে উপজেলার মাসুমাবাদ এলাকা থেকে ওই কিশোরীকে অপহরণ করা হয়। অপহৃত ফারজানা আক্তার সুমি নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার রাজনগর এলাকার শহিদুল ইসলামের মেয়ে। বর্তমানে তারা উপজেলার মাসুমাবাদ এলাকায় বসবাস করে আসছে। কিশোরী স্থানীয় মিঠাব আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী। পুলিশ জানান, উপজেলার পাচাইখা এলাকার রাকিব নামে এক যুবক ফারজানা আক্তার সুমিকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। ফারজানা আক্তার সুমি বিষয়টি তার বাবা শহিদুল ইসলামকে জানান। শহিদুল ইসলাম তার মেয়েকে বিরক্ত করতে নিষেধ করায় ক্ষিপ্ত হয়ে রাকিব ফারজানা আক্তার সুমিকে অপহরণ করে নিয়ে যাবে বলে হুমকি ধামকি প্রদান করেন। গত ১১ জানুয়ারি স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাকিব ও তার সহযোগী শাহীনসহ অজ্ঞাত ২/৩ জন ফারজানা আক্তার সুমিকে অপহরণ করে নিয়ে যায়। এ বিষয়ে ওই কিশোরী মা তাহমিনা বেগম একটি অভিযোগ দায়ের করেন। সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ফারজানা আক্তার সুমিককে উদ্ধার করে পুলিশ। এ সময় রাকিবকে আটক করা হয়।
×