ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আড়াইহাজারে গণপিটুনিতে ডাকাত নিহত ॥ আহত দুই

প্রকাশিত: ০৬:৫০, ১৬ জানুয়ারি ২০১৮

আড়াইহাজারে গণপিটুনিতে ডাকাত নিহত ॥ আহত দুই

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ আড়াইহাজার উপজেলায় দুটি স্থানে দুটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় গ্রামবাসীর গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। ডাকাতদের হামলায় দুই ব্যক্তি আহত হয়েছে। পুলিশ নিহত ডাকাতের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠিয়েছে। তবে নিহত ডাকাতের পরিচয় পাওয়া যায়নি। ঘটনাটি ঘটেছে রবিবার রাত আড়াইটায়। জানা গেছে, রবিবার রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বড় ফাউসা গ্রামের খলিলুর রহমান ভুইয়ার বাড়িতে ১৫-১৬ জনের একদল ডাকাত হানা দেয়। ওই সময় ডাকাতির ঘটনাটি টের পেয়ে গৃহকর্তার ছেলে জাকির দ্বিতীয় তলায় গিয়ে ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ডাকাতরা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় ডাকাতদের হামলায় গৃহকর্তার ভাতিজা ছোটনসহ ২ জন আহত হয়। পরে এলাকাবাসী ডাকাতদের কয়েকদিক থেকে ধাওয়া দিয়ে অজ্ঞাতনামা (২৪) এক ডাকাতকে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই ওই ডাকাতের মৃত্যু হয়। গৃহকর্তার ছেলে জাকির জানান, তাদের বাড়ি থেকে ৫ ভরি স্বর্ণালঙ্কার ও ৫০ হাজার টাকাসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতরা। অপরদিকে একই রাত ২টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ইদবারদী গ্রামের সিরাজুল ইসলাম ভুইয়ার বাড়িতে ডাকাতদল হানা দেয়। ডাকাতরা ভবনের গেটের তালা কেটে ও দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে বাড়ির লোকজনদের জিম্মি করে রাখে। পরে ডাকাতরা ওই বাড়ি থেকে ৪ ভরি ওজনের স্বর্ণালঙ্কার, ৮ হাজার টাকা, ৪টি মোবাইলসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। ওই সময় বাড়ির লোকজনদের চিৎকারে লোকজন বেরিয়ে আসলে ডাকাতরা বোমা ফাঁটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়।
×