ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অবৈধ সম্পদ অর্জন মামলা

ঢাকা ওয়াসার সাবেক নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে চার্জশীট অনুমোদন দুদকের

প্রকাশিত: ০৬:৪৮, ১৬ জানুয়ারি ২০১৮

ঢাকা ওয়াসার সাবেক নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে চার্জশীট অনুমোদন দুদকের

স্টাফ রিপোর্টার ॥ অবৈধ সম্পদ অর্জনের মামলায় ঢাকা ওয়াসার সাবেক নির্বাহী প্রকৌশলী মোঃ ফরিদ আহমেদের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার কমিশন থেকে অভিযোগপত্র আদালতে দাখিলের জন্য অনুমোদন দেয়া হয়। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আসামি ফরিদ আহমেদের বিরুদ্ধে ২০১৬ সলের ৭ ডিসেম্বর রমনা থানায় মামলা দায়ের করে দুদক। মামলা দায়েরের দিনই আসামিকে রাজধানীর মিরপুরের পীরেরবাগ থেকে গ্রেফতার করা হয়।
×