ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দিল্লী গ্র্যান্ডমাস্টার্স দাবায় দ্বিতীয় স্থানে জিয়া

প্রকাশিত: ০৬:৪৬, ১৬ জানুয়ারি ২০১৮

দিল্লী গ্র্যান্ডমাস্টার্স দাবায় দ্বিতীয় স্থানে জিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ ভারতের নয়াদিল্লীতে অনুষ্ঠানরত দিল্লী ওপেন আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার্স দাবা প্রতিযোগিতার নবম রাউন্ডের খেলা শেষে বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান সাড়ে সাত পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। জিয়ার ছেলে তাহসিন তাজওয়ার জিয়া পেয়েছেন ২ পয়েন্ট। মিজানুর রহমানেরও সমান পয়েন্ট। নবম রাউন্ডের খেলায় হল্যান্ডের সুপার গ্র্যান্ডমাস্টার ও বাংলাদেশের সাবেক দাবা কোচ সের্গেই তিভিয়াকভকে হারান। মিজান ভারতের অর্ণব কুমার মল্লিককে হারান এবং কাশেম নেপালের মাহারজান দিপকের বিরুদ্ধে ওয়াকওভার পান। তাহসিন ভারতের পোলাখেরে আরিয়ানের কাছে হেরে যান। ফেবারিটের মতোই শুরু নাদালের স্পোর্টস রিপোর্টার ॥ গত মৌসুমটা দারুণ কেটেছিল রাফায়েল নাদালের। দুটি গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট ছাড়াও অসংখ্য শিরোপা জয়ের স্বাদ পান তিনি। যার শুরুটা করেছিলেন অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল খেলে। নতুন মৌসুমের প্রথম মেজর এই টুর্নামেন্টে এবারও ফেবারিটের তকমাটা মাখানো স্প্যানিশ টেনিস তারকার গায়ে। শুরুটাও করেছেন ঠিক সেরকমই। সোমবার প্রথমদিনে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের এক নম্বর তারকা রাফায়েল নাদাল ৬-১, ৬-১ এবং ৬-১ গেমে রীতিমতো উড়িয়ে দেন ভিক্টর এস্ট্রেল্লা বুর্গোসকে। র‌্যাঙ্কিংয়ের ৮১ নম্বরে থাকা এই খেলোয়াড়কে হারাতে ১৬টি গ্র্যান্ডস্লামের মালিক নাদাল এদিন সময় নেন মাত্র ৯৪ মিনিট। ইনজুরির কারণে কিছুটা সময় কোর্টের বাইরে থাকা নাদাল দ্বিতীয়পর্বেও সহজ প্রতিপক্ষ পেয়েছেন। স্পেনের এই টেনিস খেলোয়াড় মুখোমুখি হবেন লিওনার্ডো মায়ার।
×