ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যুব বিশ্বকাপ ক্রিকেট;###;দ্বিতীয় ম্যাচে কানাডা পরাজিত ৬৬ রানে

সুপার লীগে এক পা বাংলাদেশ যুবাদের

প্রকাশিত: ০৬:৪৫, ১৬ জানুয়ারি ২০১৮

সুপার লীগে এক পা বাংলাদেশ যুবাদের

স্পোর্টস রিপোর্টার ॥ দুই বছর আগে নিজেদের মাঠে অনুর্ধ-১৯ বিশ্বকাপ আয়োজন করে কাপপর্বের সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ অনুর্ধ-১৯ ক্রিকেট দল। সেটাই যুব বিশ্বকাপে এখন পর্যন্ত সেরা সাফল্য বাংলাদেশের। সেই ধারাবাহিকতায় এবার নিউজিল্যান্ডে চলমান যুব বিশ্বকাপে টানা দুই ম্যাচ জিতে সুপার লীগপর্বের কোয়ার্টার ফাইনাল অনেকটাই নিশ্চিত করেছে বাংলাদেশ দল। সোমবার লিঙ্কনে হওয়া নিজেদের দ্বিতীয় ম্যাচে কানাডা অনুর্ধ-১৯ দলকে ৬৬ রানে হারিয়েছে সাইফ হাসানের দল। আফিফ হোসেন ধ্রুবর অলরাউন্ড নৈপুণ্য ও তৌহিদ হৃদয়ের সেঞ্চুরিতে এ সহজ জয় তুলে নেয় বাংলাদেশের যুবারা। টানা ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থাকায় এখন কাপপর্বের শেষ আটে ওঠা সময়ের ব্যাপার মাত্র। বাংলাদেশের বিরুদ্ধে ইংল্যান্ড এবং ইংল্যান্ড ও নামিবিয়ার বিরুদ্ধে কানাডা দুটি ম্যাচ জিতলে তিন দলের পয়েন্ট সমান ৪ হবে। তখন নেট রানরেটের সমীকরণ আসতে পারে। শুধু সেক্ষেত্রেই ক্ষীণ শঙ্কা বাংলাদেশ অনুর্ধ-১৯ দলের কাপপর্বে উঠতে ব্যর্থ হওয়ার। লিঙ্কনে কানাডার বিপক্ষে জয় পেলেই কাপপর্বের নকআউটে ওঠার রাস্তা সহজ হতো। টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠায় কানাডা। শুরুটা ভাল হয়নি, ওপেনার পিনাক ঘোষ (০) সাজঘরে ফিরে গিয়েছিলেন দ্বিতীয় ওভারেই। অধিনায়ক সাইফ হাসানও (১৭) বেশিক্ষণ টিকতে পারেননি। তবে তৃতীয় উইকেটে মোহাম্মদ নাইম ও তৌহিদ হৃদয় ৬২ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামলান। নাইম ৬৭ বলে ৪৭ রান করে (৫ চার) সাজঘরে ফেরেন, তবে হৃদয় হাঁকান সেঞ্চুরি। চতুর্থ উইকেটে তিনি আফিফ হোসেন ধ্রুবকে সঙ্গে নিয়ে গড়ে তোলেন ১১১ রানের বিশাল জুটি। আফিফ বেশ দ্রুতগতিতে খেলে ৫৯ বলে ৫ চার ও ১ ছক্কায় ৫০ রান করে আউট হন। হৃদয় ১২৬ বলে ৯ চার ও ১ ছক্কায় ১২২ রানের একটি দুর্দান্ত ইনিংস উপহার দিয়ে সাজঘরে ফিরেছেন। এই তিনজনের ভাল ইনিংসেই একটি লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশের যুবারা। ৮ উইকেটে ২৬৪ রানের একটি ভাল ইনিংস গড়ে ওঠে। কানাডার পক্ষে পেসার ফয়সাল জামখাড়ি ৪৮ রানে নেন ৫ উইকেট। জবাব দিতে নেমে শুরুটা ভালভাবেই করেছিল কানাডা, ৩ উইকেটে তুলে ফেলেছিল ১৫৩ রান। তখন জয়ের স্বপ্নটাও দেখছিল তারা। ওপেনার প্রণব শর্মা দারুণ খেলে ৩৪ রান করেছিলেন। তবে এরপর থেকেই বাংলাদেশের বোলাররা তাদের চেপে ধরেন। অধিনায়ক আসলাম খান ১০৮ বলে ৪ চারে ৬৩ রান করার পর তাকে শিকার করেন আফিফ। তারপরই যেন সব প্রতিরোধ ভেঙ্গে পড়ে কানাডার। আফিফের ঘূর্ণি বলে দিশেহারা হয়ে শেষ পর্যন্ত ৪৯.৩ ওভারে ১৯৮ রানে গুটিয়ে যায় তারা। আফিফ ৪৩ রানে ৫ উইকেট দখল করেন। স্কোর ॥ বাংলাদেশ অনুর্ধ-১৯ ইনিংস ॥ ২৬৪/৮; ৫০ ওভার (হৃদয় ১২২, আফিফ ৫০, নাইম ৪৭, আমিনুল ১৭; ফয়সাল ৫/৪৮)। কানাডা অনুর্ধ-১৯ ইনিংস ॥ ১৯৮/১০; ৪৯.৩ ওভার (আসলাম ৬৩, প্রণব ৩৪, নরেশ ২৬*, সিং ২৪; আফিফ ৫/৪৩, হাসান ২/২৩)। ফল ॥ বাংলাদেশ অনুর্ধ-১৯ দল ৬৬ রানে জয়ী। ম্যাচসেরা ॥ আফিফ হোসেন ধ্রুব (বাংলাদেশ অনুর্ধ-১৯)।
×