ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিসিএলে তুষারের কীর্তি

প্রকাশিত: ০৬:৪৫, ১৬ জানুয়ারি ২০১৮

বিসিএলে তুষারের কীর্তি

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডে সোমবার প্রথমদিনেই বৈরী আবহাওয়ায় বাধাগ্রস্ত হয়েছে খেলা। কুয়াশায় আচ্ছন্ন আবহাওয়ার কারণে দেরিতে শুরু হওয়া দুটি ম্যাচেই অনেক কম খেলা হয়েছে। এই কুয়াশায় মোড়া পরিবেশেই অনন্য এক রেকর্ডের জন্ম দিয়েছেন এক সময় জাতীয় দলে খেলা অভিজ্ঞ ব্যাটসম্যান তুষার ইমরান। প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের হয়ে ৪০ রানে অপরাজিত থাকার দিনে তিনি প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথম বাংলাদেশী হিসেবে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। প্রথমদিনে মাত্র ৩৩ ওভার খেলা হয়েছে, ওয়ালটন মধ্যাঞ্চলের বিরুদ্ধে ২ উইকেটে ১০৮ রান তুলেছে দক্ষিণাঞ্চল। অপর ম্যাচে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বিসিবি উত্তরাঞ্চল প্রথম ইনিংসে গুটিয়ে যায় ১৮৭ রানে। দিনশেষে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল ২৪ রান তুলতেই হারিয়েছে ৪ উইকেট। বিকেএসপিতে ম্যাচ শুরু হয় বেলা ৩টায়। দক্ষিণাঞ্চল ২২ রানে ২ উইকেট হারানোর পর ব্যাট হাতে নামেন তুষার। প্রথম শ্রেণীর ক্রিকেটে ১০ হাজার রান থেকে ৩৫ রান দূরে ছিলেন তিনি। শেষ পর্যন্ত তা পূর্ণ করে অপরাজিত থাকেন ৪০ রানে। ১৫৪তম ম্যাচেই তিনি এ গৌরব অর্জন করলেন। বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বাধিক রান অলক কাপালীর। ১৫১ ম্যাচে তিনি এখন পর্যন্ত করেছেন ৮ হাজার ৪৪০ রান। তুষারের সঙ্গে ওপেনার শাহরিয়ার নাফীস ৫৩ রান করে অপরাজিত আছেন। মাত্র ৩৩ ওভার খেলা হওয়া ম্যাচটিতে প্রথমদিন শেষে ২ উইকেটে ১০৮ রান তুলেছে দক্ষিণাঞ্চল।
×