ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এই জয় শ্রীলঙ্কার বিপক্ষে পরের ম্যাচে অনুপ্রেরণা যোগাবে ॥ সাকিব

প্রকাশিত: ০৬:৪৫, ১৬ জানুয়ারি ২০১৮

এই জয় শ্রীলঙ্কার বিপক্ষে পরের ম্যাচে অনুপ্রেরণা যোগাবে ॥ সাকিব

স্পোর্টস রিপোর্টার ॥ বছরটা দারুণভাবে শুরু হয়েছে। প্রথম আন্তর্জাতিক ম্যাচ এবং ১৫ মাস পর দেশের মাটিতে ওয়ানডে খেলতে নেমেই প্রতিপক্ষ জিম্বাবুইয়ের বিরুদ্ধে ৮ উইকেটের বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশ দল। গত সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে লজ্জার শিকার হওয়া দলটি এ জয়ে মানসিকভাবে ঘুরে দাঁড়িয়েছে। ত্রিদেশীয় সিরিজে শক্ত প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিরুদ্ধে পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় এটি আত্মবিশ্বাস জোগাবে বলেই মনে করেন অলরাউন্ডার ও ম্যাচসেরা সাকিব আল হাসান। ম্যাচশেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জিম্বাবুইয়ের বিরুদ্ধে কিছুটা নতুন কৌশলে শুরু করে বাংলাদেশ দল। আগে ব্যাটিংয়ে পাঠিয়ে উভয় প্রান্ত থেকে দুই স্পিনার দিয়ে আক্রমণ শুরু করে। আর সেদিক থেকে প্রথম ওভারেই দারুণ সাফল্য এনে দেন সাকিব। জোড়া আঘাত হানেন তিনি। শেষ পর্যন্ত ৪৩ রানে তিন উইকেট নিয়েছেন ব্যাট হাতে পরে ৩৭ রান করা এ অলরাউন্ডার। এ বিষয়ে সাকিব বলেন, ‘জিম্বাবুয়ের বিপক্ষে সফল হওয়ার বড় এক কারণ স্পিন। আর সকালের দিকে উইকেটে সহায়তাও ছিল। যত সময়ই পার হয়েছে তত সহজ হয়েছে। এজন্য পরিকল্পনা ছিল দ্রুত উইকেট নেয়া। তারা একটু হলেও পেস বলে স্বস্তিবোধ করে সেই কারণেও স্পিন। এটা বোধহয় তৃতীয়বার (তিন নম্বরে ব্যাটিং) খেললাম। আসলে নতুন একটা চ্যালেঞ্জ। যেহেতু তিনে ব্যাট করার সুযোগ এসেছে, চেষ্টা থাকবে বড় ইনিংস খেলার। ’ নতুন বলে উইকেট নেয়া খুবই জরুরী ছিল। কারণ এসব উইকেটে যদি ব্যাটসম্যান সেট হয়ে যায় আর উইকেট হাতে থাকে তাহলে বড় শট খেলা সহজ হয়ে যায়। এ কারণেই কিছুটা নতুন কৌশলে হেঁটেছে বাংলাদেশ দল। শেষ পর্যন্ত জয়টা ধরা দিয়েছে বোলিং-ফিল্ডিং সাফল্যের কারণে। এ বিষয়ে সাকিব বলেন, ‘নতুন বছরের শুরুটা ভাল হলো, সেদিক থেকে গুরুত্বপূর্ণ। যেহেতু একটা তিন জাতির সিরিজ খেলছি সেহেতু ছন্দটাও গুরুত্বপূর্ণ। এটা আমাদের আত্মবিশ্বাস দিবে, যেহেতু মনে করি যে শ্রীলঙ্কার সঙ্গে আরও কঠিন চ্যালেঞ্জ আছে। এটা তাই মানসিক দিক থেকে অনেক সাহায্য করবে।’ অবশ্য এমন নৈপুণ্য প্রত্যাশিতই ছিল ক্রিকেটারদের কাছে। কারণ ঘরের মাটিতে ওয়ানডে ক্রিকেটের অন্যতম পরাশক্তি বাংলাদেশ। র‌্যাঙ্কিং ও শক্তি বিবেচনায় এমনিতেই এগিয়ে এখন জিম্বাবুইয়ের চেয়ে টাইগাররা। এ কারণে জয়ের ধরন নিয়ে সাকিব বলেন, ‘আমাদের পারফর্মেন্স প্রত্যাশিত। আমাদের ধারণা ছিল ওরা আরেকটু ভাল ব্যাট করবে, তারা সেটা করতে পারেনি। আমাদের বোলারদের কৃতিত্ব দিতে হবে যেভাবে বোলিং করেছে সবাই। মুস্তাফিজ অনেক ভাল করেছে, মাশরাফি ভাই ভাল বোলিং করেছে। রুবেল অনেক ভাল করেছে।’ বিশেষ করে মুস্তাফিজ ও রুবেলের দিকে মনোযোগ ছিল সবার। ইনজুরি থেকে ফেরার পর থেকেই নিজেকে নিয়ে সংগ্রাম করছেন ফিজ। আর ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে অনুশীলনে আঘাত পেয়েছিলেন রুবেল।
×