ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পিএসজির জয় ছাপিয়ে রেফারির লাথি!

প্রকাশিত: ০৬:৪৪, ১৬ জানুয়ারি ২০১৮

পিএসজির জয় ছাপিয়ে রেফারির লাথি!

স্পোর্টস রিপোর্টার ॥ ফ্রেঞ্চ লীগ ওয়ানে রবিবার তুলনামূলক খর্বশক্তির দল ন্যান্টেসের মুখোমুখি হয় প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এই ম্যাচে এ্যাঞ্জেল ডি মারিয়ার একমাত্র গোলে অবশ্য ঘাম জরানো জয় পেয়েছে উনাই এমেরির দল। তবে জয় ছাপিয়ে এই ম্যাচের আলোচনার কেন্দ্রবিন্দুতে রেফারি। কেননা, ন্যান্টেসের ডিফেন্ডার ডিয়েগো কার্লোসকে যে ম্যাচের শেষ মুহূর্তে লাথি মারার পর লালকার্ডও দেখান টনি চাপরোন। ম্যাচের বয়স তখন ৯০ মিনিট। ন্যান্টেসের বিপক্ষে আক্রমণে পিএসজি। ঠিক তখনই ন্যান্টেসের ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডিয়েগো কার্লোসের ধাক্কায় মাটিতে পড়ে যান ম্যাচ রেফারি টনি চাপরোন। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন রেফারি। উঠে গিয়ে সামনে থেকে কার্লোসকে সজোরে লাথি মারেন তিনি। ঘটনা অবশ্য এখানেই থেমে থাকেনি। রেফারি দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ থেকেও বের করে দেন ন্যান্টেসের ডিয়েগো কার্লোসকে। এরপর থেকেই তৈরি হয় বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে আলোচনার ঝড় ওঠে। রেফারির এমন কা-ে ক্ষোভ প্রকাশ করেছেন ন্যান্টেসের চেয়ারম্যান ওয়ালডারমার কিটা। তার দাবি, চাপরোনকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করা হোক। কেউ কেউ এটাকে ফুটবলের জন্য ‘কলঙ্কজনক’ বলেও মন্তব্য করেছেন। ন্যান্টেসের বিপক্ষে ম্যাচে অবশ্য সাইডবেঞ্চে ছিলেন পিএসজির সেরা তারকা নেইমার। মূলত পুরোপুরি ফিট না থাকার কারণেই এদিন তাকে দলের বাইরে রাখা হয় বলে উনাই এমেরি নিশ্চিত করেন। তবে সেই অভাবটা বুঝতে দেননি এ্যাঞ্জেল ডি মারিয়া। ম্যাচের শুরুতেই দারুণ এক গোল করে এদিন সফরকারীদের পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করে দেন দলের এই আর্জেন্টাইন। এই জয়ের ফলে ফ্রেঞ্চ লীগ ওয়ানে গত ছয় মৌসুমে পঞ্চম শিরোপা জয়ের খুব দ্বারপ্রান্তে চলে গেছে উনাই এমেরির দল।
×