ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাকা আবাহনীর সামনে ট্রেবল জয়ের হাতছানি

প্রকাশিত: ০৬:৪৪, ১৬ জানুয়ারি ২০১৮

ঢাকা আবাহনীর সামনে ট্রেবল জয়ের হাতছানি

স্পোর্টস রিপোর্টার ॥ ১৯৮২ সালে মোহামেডান স্পোর্টিং ক্লাব, ২০১২ সালে শেখ রাসেল ক্রীড়াচক্র, ২০১৮ সালে কি ঢাকা আবাহনী লিমিটেড? বিষয়টি নিশ্চয়ই পরিষ্কার হলো না পাঠকদের কাছে, তাই না? বিষয়টি হচ্ছে এক বছরে তিনটি বা ট্রেবল শিরোপা জেতা নিয়ে। যা বাংলাদেশের ঘরোয়া ফুটবলে এর আগে করে দেখিয়েছিল মোহামেডান এবং শেখ রাসেল। এবার সেই একই কীর্তি গড়ার সুযোগ হাতছানি দিচ্ছে ‘দ্য স্কাই ব্লু ব্রিগেড’কে। আকাশী-নীল শিবির এবার মৌসুমটা শুরু করে ফেডারেশন কাপ জিতে (দশমবারের মতো) তারপর জেতে প্রিমিয়ার লীগের শিরোপা (সপ্তদশ বারের মতো)। এবার তারা স্বাধীনতা কাপ ফুটবলের শিরোপা জিতে সফলভাবে শেষ করতে চায় মৌসুম। দলটির ম্যানেজার সত্যজিৎ দাস রূপুও জানিয়েছেন, স্বাধীনতা কাপ জিতে ২০১৬-১৭ মৌসুম শেষের লক্ষ্য তাদের। আজ থেকেই পর্দা উঠছে স্বাধীনতা কাপ ফুটবলে’র নবম আসর। আগের আট আসরে দু’বার করে শিরোপা জিতেছে আবাহনী ও মোহামেডান। ১ বার করে জিতেছে মুক্তিযোদ্ধা, শেখ রাসেল, ফরাশগঞ্জ ও চট্টগ্রাম আবাহনী। রূপু আরও জানান, ‘বিদেশীরা যেহেতু এবার খেলবে না, সেহেতু দেশী খেলোয়াড়দের জন্য নিজেদের উপস্থাপনের সুযোগ হয়েছে। আমাদের প্রথম লক্ষ্য নকআউট পর্বে যাওয়া। এরপর ম্যাচ বাই ম্যাচ ভাবব।’ তিনি আরও যোগ করেন, ‘আমরা যেহেতু লীগ জিতেছি, ফেডারেশন কাপ জিতেছি, তাই খেলোয়াড়দের বাড়তি তাগাদা থাকবে এখানেও ভাল করা। লীগে অধিকাংশ গোল বিদেশীদের থেকে এসেছে, কিন্তু আমাদের দেশী সংগ্রহও খারাপ নয়। আমরা শিরোপা জিতে মৌসুম শেষ করতে চাই।’ ১৭ রাউন্ড পর্যন্ত শীর্ষে থাকলেও শেষ পর্যন্ত প্রিমিয়ার লীগ শিরোপা জিততে পারেনি চট্টগ্রাম আবাহনী। দলটির সামনে স্বাধীনতা কাপের মুকুট ধরে রাখার চ্যালেঞ্জ। কোচ জুলফিকার মাহমুদ মিন্টু জানান, ‘দল গড়া হয়েছিল লীগে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। ১৭ রাউন্ড পর্যন্ত শীর্ষে ছিলাম। দুঃখজনকভাবে চ্যাম্পিয়ন হতে পারিনি। এই লীগে যেসব ভুল হয়েছে তা থেকে অনেক কিছু শিখতে পেরেছি। খেলোয়াড়দের অনুপ্রাণিত করার চেষ্টা করেছি। গত এক বছর ধরে টানা খেলে তারা আসলে খুব ক্লান্ত। রক্ষণভাগেও কিছুটা সমস্যা আছে। এগুলো আমাদের মাইনাস পয়েন্ট। তারপরও আমরা স্বাধীনতা কাপে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই খেলব।’ শেখ রাসেলের কোচ শফিকুল ইসলাম মানিক বলেন, ‘স্থানীয় ফুটবলারদের জন্য নিজেদের মেলে ধরার সুযোগ এটা। সামনে জাতীয় দলের খেলা আছে। স্থানীয়রা এই টুর্নামেন্ট দিয়ে জাতীয় দলে ঢোকার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। আপাতত সেমিতে খেলাই আমাদের লক্ষ্য।’ তিনি আরও যোগ করেন, ‘আবাহনী-চট্টগ্রাম আবাহনী-সাইফ এরা ভাল করবে। তবে কোয়ার্টারে যারা যাবে, তাদের সবারই সুযোগ থাকবে। নকআউট পর্বে ম্যাচ ডেতে জ্বলে উঠতে পারলেই হয়ে যায়।’ ২০১১ সালে ফরাশগঞ্জকে স্বাধীনতা কাপের চ্যাম্পিয়ন করানো কোচ কামাল বাবু এবার রহমতগঞ্জের কোচ। এবার অনেক কষ্টে রেলিগেশন এড়িয়েছে রহমতগঞ্জ। কামাল বাবু বলেন, ‘আসলে কিভাবে বিদেশী ছাড়া দেশীদের খেলাতে হয় সেটা আমরা ভালভাবে জানি। গত মৌসুমে আমরা ভাল করেছিলাম কিন্তু এবার ভাল মানের খেলোয়াড় না থাকায় লীগে ভাল করতে পারিনি। এই টুর্নামেন্টে যেহেতু স্থানীয়রা খেলবে, তাই ভাল করা সম্ভব। আমাদের ডিফেন্স অনেক শক্তিশালী, এটা ভাঙ্গা অন্যদের জন্য কঠিন হবে।’ সপ্তম স্থানে থেকে লীগ শেষ করা মোহামেডানের কোচ রাশেদ পাপ্পু বলেন, ‘আমাদের দেশী ফুটবলারের সংগ্রহ ভাল। কিছু খেলোয়াড়ের ইনজুরি ছিল, তারা রিকভার করছে। খেলতে পারবে। আমরা মাঠেই প্রমাণ করতে চাই। চ্যাম্পিয়ন হতে চাই।’ ব্রাদার্সের ম্যানেজার আমের খান বলেন, ‘দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিছুই বলার নেই। লীগে এবার অনেক চাপ ছিল। তারপরও সেটা উপভোগ করেছি। লীগের ফল ভাল হয়নি। কারণ ভাল খেলোয়াড় সংগ্রহ করতে পারিনি। তাই স্বাধীনতা কাপেও ভাল করব, এমনটা জোর দিয়ে বলতে পারছি না।’
×