ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ওয়ালটন স্বাধীনতা কাপ ফুটবল শুরু আজ

প্রকাশিত: ০৬:৪৩, ১৬ জানুয়ারি ২০১৮

ওয়ালটন স্বাধীনতা কাপ ফুটবল শুরু আজ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ব্যবস্থাপনায় ‘ওয়ালটন স্বাধীনতা কাপ ফুটবলে’র খেলা আগামী ১৬ জানুয়ারি থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হবে। এতে অংশ নেবে বাংলাদেশ প্রিমিয়ার লীগে অংশগ্রহণকারী ১২ ক্লাব। বিকেল সাড়ে ৩টায় উদ্বোধনী ম্যাচে গত আসরের চ্যাম্পিয়ন দল চট্টগ্রাম আবাহনী লিমিটেড মুখোমুখি হবে প্রিমিয়ার লীগের নবাগত দল সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেডের। এই প্রতিযোগিতার পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের সঙ্গে বাফুফের এক চুক্তি স্বাক্ষর এবং ‘ড্র’ অনুষ্ঠান গত বৃহস্পতিবার বাফুফে ভবনের কনফারেন্স রুমে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। সোমবার হয়েছে লোগো উন্মোচন। এতে উপস্থিত ছিলেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (গেমস এ্যান্ড স্পোর্টস) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, কো-স্পন্সর প্রিমিয়ার ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও মতিঝিল শাখার ব্র্যাঞ্চ ম্যানেজার সিফাত আহমেদ চৌধুরী, সেইলর-ইপিলিয়ন গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ (মার্কেটিং) মাসরুর রহমান এবং একেএম নজরুল ইসলাম (সিনিয়র এক্সিকিউটিভ, ট্রেজার সিকিউরিটি লিঃ)। টুর্নামেন্টের বাজেট প্রায় ৬০ লাখ টাকা। ১২টি দলকে চারটি গ্রুপে বিভক্ত করে লীগপর্বের খেলা অনুষ্ঠিত হবে। চার গ্রুপ থেকে শীর্ষ আটটি দল কোয়ার্টার ফাইনালে খেলবে। সেখান থেকে চারটি দল সেমিফাইনাল ও দুটি দল ফাইনাল খেলবে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ৫ লাখ ও রানার্সআপ দল ৩ লাখ টাকা পাবে। এছাড়া অংশ নেয়া প্রত্যেকটি দল ২ লাখ টাকা করে অংশগ্রহণ ফি পাবে। পাশাপাশি পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপও বেশ কিছু পুরস্কার প্রদান করবে। যেমন সর্বোচ্চ গোলদাতাকে দেবে রেফ্রিজারেটর, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এবং প্রতি ম্যাচের সেরা খেলোয়াড়কে দেবে টিভি। ওয়ালটন স্বাধীনতা কাপের ‘এ’ গ্রুপে রয়েছে শেখ জামাল ধানম-ি ক্লাব, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। ‘বি’ গ্রুপে রয়েছে ব্রাদার্স ইউনিয়ন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র ও ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। ‘সি’ গ্রুপে রয়েছে ঢাকা আবাহনী লিমিটেড, শেখ রাসেল ক্রীড়াচক্র ও টিম বিজেএমসি। আর ‘ডি’ গ্রুপে রয়েছে চট্টগ্রাম আবাহনী, আরামবাগ ক্রীড়া সংঘ ও সাইফ স্পোর্টিং ক্লাব। ১৯৭২ সালে স্বাধীনতা কাপ ফুটবলের প্রথম আসর অনুষ্ঠিত হয়। এরপর বিভিন্ন কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর ১৯৯২ সালে আয়োজিত হয় স্বাধীনতা কাপ ফুটবলের দ্বিতীয় আসর। এরপর আবার লম্বা বিরতি। যে বিরতির স্থায়িত্ব ছিল ১৩ বছর। এরপর ২০০৫ সালে অনুষ্ঠিত হয় স্বাধীনতা কাপ ফুটবলের তৃতীয় আসর। তৃতীয় আসরের পর ৫ বছর বিরতি দিয়ে ২০১১ সালে হয় চতুর্থ আসর। এরপর ২০১৩তে পঞ্চম ও ২০১৪ সালে হয় ষষ্ঠ আসর। সর্বশেষ ২০১৬ সালে হয়েছে এই টুর্নামেন্ট। এই টুর্নামেন্ট দিয়েই মৌসুম শেষ হচ্ছে। এবারের স্বাধীনতা কাপে থাকছেন না বিদেশী খেলোয়াড়। ফলে জাতীয় দলে ঢোকার জন্য স্থানীয় ফুটবলাররা পাচ্ছেন নিজেদের প্রমাণের সুযোগ। স্বাধীনতা কাপ সর্বশেষ হয়েছিল ২০১৬ সালে এপ্রিল-মে’তে। সেবার সেটা ছিল মৌসুমসূচক টুর্নামেন্ট, এবারটি মৌসুম সমাপ্তির। ২০১৬ আসরে শিরোপা জিতেছিল চট্টগ্রাম আবাহনী। প্রতিদিন দুটি করে ম্যাচ হবে। গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলগুলো উঠবে কোয়ার্টার ফাইনালে। ফাইনালে হবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। এ মাসেই সাইফ স্পোর্টিং ক্লাবের এএফসি কাপের প্লে-অফ কোয়ালিফাইংয়ের প্রথম ম্যাচ। ২৩ জানুয়ারি বঙ্গবন্ধু স্টেডিয়ামে মালদ্বীপের টিসি স্পোর্টের সঙ্গে হোম ম্যাচ সাইফের, এ্যাওয়ে ম্যাচ ৩০ জানুয়ারি মালেতে। এ দুটি ম্যাচের জন্য টুর্নামেন্টে বিরতি পড়বে দু’বার।
×