ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্প্যানিশ লা লিগা, দর্শনীয় গোলে মেসির আরেকটি রেকর্ড, রিয়াল সোসিয়েদাদ ২-৪ বার্সিলোনা

দুই গোলে পিছিয়েও দুর্দান্ত জয় বার্সিলোনার

প্রকাশিত: ০৬:৪২, ১৬ জানুয়ারি ২০১৮

দুই গোলে পিছিয়েও দুর্দান্ত জয় বার্সিলোনার

স্পোর্টস রিপোর্টার ॥ আগেরদিন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ হেরেছে। রবিবার রাতে বার্সিলোনাকেও চোখ রাঙাচ্ছিল হার। রিয়াল সোসিয়েদাদের মাঠে দুই গোলে পিছিয়ে পড়েছিল কাতালানরা। কিন্তু রিয়ালের মতো বেদনায় পুড়তে হয়নি বার্সাকে। লিওনেল মেসি, লুইস সুয়ারেজদের দুর্দান্ত পারফর্মেন্সে দুই গোলে পিছিয়ে পড়েও স্প্যানিশ লা লিগায় সোসিয়েদাদকে ৪-২ গোলে হারিয়েছে বার্সিলোনা। দারুণ জয়ের ম্যাচে সুয়ারেজ করেছেন জোড়া গোল। একটি দর্শনীয় গোল করে মেসি আরেকটি অনন্য রেকর্ডের মালিক হয়েছেন। কাতালানদের অপর গোলদাতা ব্রাজিলিয়ান মিডফিল্ডার পাউলিনহো। দারুণ এই জয়ে ১৯ ম্যাচ শেষে ৫১ পয়েন্ট নিয়ে সবার ধরাছোঁয়ার বাইরে বার্সিলোনা। দুইয়ে থাকা এ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে থাকার পাশাপাশি রিয়াল মাদ্রিদের থেকে ১৯ পয়েন্ট এগিয়ে গেছে কাতালানরা। ঘরের মাঠে ভিয়ারিয়ালের কাছে ১-০ গোলে পরাজিত হয়ে আরও পিছিয়ে গেছে রিয়াল। ২০০৭ সালের পর থেকে সোসিয়েদাদের বিপক্ষে কোন ম্যাচে জয় পায়নি বার্সা। এই পরিসংখ্যান নিয়ে তাদের মাঠে নেমেছিল কাতালানরা। ম্যাচের ৩৪ মিনিট অতীত পরিসংখ্যানকে আবারও প্রমাণের দিকেই এগিয়ে যাচ্ছিল স্বাগতিকরা। ১১ মিনিটে জাবি প্রিয়েটোর দারুণ ক্রস থেকে মাথা ছুঁইয়ে সোসিয়েদাদকে এগিয়ে দেন জোসে দ্য সিলভা। ৩৪ মিনিটে সার্জিও কানালেসের থ্রু থেকে জুনামি ব্যবধান দ্বিগুণ করেন। দুই গোলে এগিয়ে যেয়ে জয়ের স্বপ্নই বুনতে শুরু করেছিল সোসিয়েদাদ। কিন্তু এরপর থেকেই ঘুরে দাঁড়ানোর গল্প রচনা করে বার্সা। দ্বিতীয় গোল হজমের পাঁচ মিনিটের মধ্যে সুয়ারেজের ক্রস থেকে পাউলিনহো গোল করে বার্সাকে ম্যাচে ফেরান। বিরতির আগে এই গোলটিই মূলত ম্যাচের টার্নিং পয়েন্ট। বিরতির পর নতুন করে শুরু করা বার্সিলোনা ছিল অপ্রতিরোধ্য। এরই ধারাবাহিকতায় ৫০ মিনিটে উরুগুয়ের তারকা সুয়ারেজ মেসির পাস থেকে সোসিয়েদাদ গোলরক্ষক জেরোনিমো রুলির মাথার ওপর দিয়ে বল জালে জড়িয়ে দলকে সমতায় ফেরান। ৭১ মিনিটে থমাস ভারমালেনের শক্তিশালী শট রুলি ক্লিয়ার করতে গেলে সুয়ারেজ বার্সাকে এগিয়ে দেন। ৮৫ মিনিটে মেসির কার্লিং ফ্রিকিক বিশ্বের যে কোন গোলরক্ষকের পক্ষেই আটকানো অসম্ভব ছিল। এই নিয়ে লা লিগায় ৩৬৬তম গোল করেছেন আর্জেন্টাইন সুপারস্টার। সেই সঙ্গে রেকর্ডও গড়েছেন আরেকটি। গার্ড মুলারকে পেছনে ফেলে ইউরোপের শীর্ষ পাঁচ লীগের মধ্যে এক ক্লাবের হয়ে লীগে সবচেয়ে বেশি গোলের কীর্তি এখন মেসির। গত সপ্তাহে লেভান্তের বিপক্ষে বার্সিলোনার হয়ে ৪০০তম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করার দিনে মুলারের রেকর্ডে ভাগ বসান মেসি। আর সোসিয়েদাদের জালে ৩৬৬তম গোল করে জার্মানির সাবেক স্ট্রাইকারকে ছাড়িয়ে গেেেছন ৩০ বছর বয়সী আর্জেন্টাইন অধিনায়ক। জার্মান বুন্দেসলিগার ক্লাব বেয়ার্ন মিউনিখের হয়ে ৩৬৫টি গোল করেন মুলার। ১৯৬৪ থেকে ১৯৭৯ সালের মধ্যে রেকর্ডটি গড়তে ৪২৭টি ম্যাচ খেলেন তিনি। ম্যাচ শেষে বার্সা কোচ আর্নেস্টো ভালভার্ডে বলেন, বিরতির আগে আমরা যে গোলটি করেছিলাম সেটাই মূলত কাজে লেগেছে। ২-০ গোলে পিছিয়ে থেকে এ্যাওয়ে ম্যাচে পুনরায় ফিরে আসা মোটেই সহজ নয়। কিন্তু আমাদের নিজেদের ওপর আত্মবিশ্বাস ছিল। আমরা এক মুহূর্তের জন্য ছন্দ হারিয়ে ফেলিনি। ২০০৭ সালের পর এস্তাদিও ডি এনোয়েতায় প্রথম জয় পাওয়ার পর রিয়ালকে নিয়ে কথা বলেছেন বার্সা তাকরা জর্ডি আলবা। ম্যাচের পর নিজেদের দাপটের কথা বলতে গিয়ে তিনি বলেন, যদি মাদ্রিদ আমাদের থেকে ১৯ পয়েন্ট এগিয়ে থাকতো, তবে বার্সিলোনার সবাইকে মেরেই ফেলতো তারা। ঊনিশ কিন্তু বড় একটা ব্যবধান। তবে আমাদের ভুলে গেলে চলবে না রিয়াল শেষ পর্যন্ত লড়াই করবে। সাফল্যের রহস্য প্রসঙ্গে আলবা বলেন, আসল রহস্য হলো দল। দলের সবাই একযোগে কাজ করছে। যদিও এটাও সত্য যে স্ট্রাইকাররাই ব্যবধান গড়ে দিচ্ছেন।
×