ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কেরানীগঞ্জ কারাগারে আটক বন্দীদের সঙ্গে স্বজনদের হয়রানি না করতে দুদকের নির্দেশনা

প্রকাশিত: ০৬:১১, ১৬ জানুয়ারি ২০১৮

কেরানীগঞ্জ কারাগারে আটক বন্দীদের সঙ্গে স্বজনদের হয়রানি না করতে দুদকের নির্দেশনা

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে আটক বন্দীর সঙ্গে সাক্ষাতপ্রার্থী স্বজনদেরকে কোনক্রমেই হয়রানি না করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুপুরে সংস্থাটির অভিযোগ কেন্দ্রের হটলাইন-১০৬ এ জনৈক ব্যক্তি কর্তৃক সাক্ষাতপ্রার্থীদের হয়রানি করা হচ্ছে এমন অভিযোগের প্রেক্ষিতে আকস্মিক অভিযান চালায় দুদকের একটি টিম। উক্ত ব্যক্তি অভিযোগ করেন, ঢাকা কেন্দ্রীয় কারাগারে তার আত্মীয়ের সঙ্গে দেখা করতে গেলে কারাগারের জনৈক কর্মকর্তা বা কর্মচারী তার নিকট ঘুষ দাবি করছেন। অভিযোগ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি তাৎক্ষণিকভাবে কমিশনের মহাপরিচালক প্রশাসনকে মনির চৌধুরীকে অবহিত করেন। এরপরই মহাপরিচালক তাৎক্ষণিকভাবে দুদকের আজকের স্ট্রাইকিং ফোর্সের দায়িত্বপ্রাপ্ত উপপরিচালক মোঃ মাহমুদ হাসানের নেতৃত্বে সহকারী পরিচালক মোঃ সালাহউদ্দিন এবং সহকারী পরিচালক মুহাম্মদ মোয়াজ্জেম হোসেনের সমন্বয়ে তিন সদস্যের একটি টিম গঠন করেন।
×