ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ছাত্রলীগের হামলা

৭ কলেজের অধিভুক্তি বাতিল দাবিতে ঢাবিতে দিনভর আন্দোলন

প্রকাশিত: ০৬:১০, ১৬ জানুয়ারি ২০১৮

৭ কলেজের অধিভুক্তি বাতিল দাবিতে ঢাবিতে দিনভর আন্দোলন

বিশ^বিদ্যালয় রিপোর্টার ॥ সরকারী সাত কলেজের অধিভুক্তি বাতিল দাবিতে ক্লাস বর্জনসহ দিনভর আন্দোলন করেছে ঢাকা বিশ^বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সোমবার ক্লাস বর্জন করে শিক্ষার্থীরা অপরাজেয় বাংলার সামনে বিক্ষোভ, প্রশাসনিক ভবন ঘেরাও ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) রাজু ভাস্কর্যের চারপাশের রাস্তা অবরোধ করে অধিভুিক্ত বাতিলের দাবি জানায়। এর আগের দুই দিনও তারা একই দাবিতে বিক্ষোভ ও রাস্তা অবরোধ করে। এদিকে ছাত্রলীগ আন্দোলনরত ছাত্রদের মারধর ও ছাত্রীদের উত্ত্যক্ত, শ্লীলতাহানি করার মাধ্যমে এ আন্দোলনরতদের প্রতিহত করেন। ঘটনাস্থলে তথ্য সংগ্রহ করতে যাওয়া কয়েকজন গণমাধ্যমকর্মীকেও লাঞ্ছিত করে ছাত্রলীগ।
×