ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গবেষকদের চাকরির বয়সসীমা বিলুপ্তির লক্ষ্যে সংসদে বিল উত্থাপন

প্রকাশিত: ০৬:১০, ১৬ জানুয়ারি ২০১৮

গবেষকদের চাকরির বয়সসীমা বিলুপ্তির লক্ষ্যে সংসদে বিল উত্থাপন

সংসদ রিপোর্টার ॥ বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর গবেষকদের চাকরির বয়সসীমা ৬৭ বছরের বিধানটি বিলুপ্তির প্রস্তাব করা হয়েছে। সোমবার রাতে জাতীয় সংসদে ‘বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (সংশোধন) বিল-২০১৮’ উত্থাপন করা হয়েছে। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বিলটি উত্থাপনের পর সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে। বিলটি পরীক্ষা-নিরীক্ষা শেষে কমিটিকে ২১ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এরআগে বিলটি উত্থাপনের প্রক্রিয়ায় জাতীয় পার্টির মোঃ ফখরুল ইমাম আপত্তি উত্থাপন করলে তা কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।
×