ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশের উন্নতি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে ॥ হানিফ

প্রকাশিত: ০৬:০৭, ১৬ জানুয়ারি ২০১৮

বাংলাদেশের উন্নতি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে ॥ হানিফ

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ১৫ জানুয়ারি ॥ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল হানিফ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলমান উন্নয়ন কর্মকা-কে মূল্যায়ন করেই বাংলাদেশের জনগণ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও তাকে রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন করবেন। শেখ হাসিনার নেতৃত্বে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। বাংলাদেশের উন্নতি আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিশ্ব নেত্রীদের সফল তালিকায় ঠাঁই পেয়েছেন। রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারের সভাপতিত্বে ও সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বরের সঞ্চালনায় সোমবার রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। সভায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, উপ -প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া, ছাত্রলীগের সাবেক সম্পাদক মাহফুজুল আলম , সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু বক্তব্য রাখেন। মাহবুব উল আলম হানিফ বলেন, গত নয় বছরে সরকারের উন্নয়নের কথা জনগণের মধ্যে পৌঁছে দিতে হবে। তিনি বলেন যারা এতিমের টাকা আত্মসাত করেন তাদের বিচার আদালত করবে। তাই আদালত খালেদা জিয়ার বিচারের যে রায় দিবেন সেটাই মেনে চলতে হবে। পার্বত্য চট্টগ্রাম সর্ম্পকে বলেছেন একটি মহল পাহাড়ে আবারও অশান্ত করার চেষ্টা করছে। যা শান্তির পরিবেশ নষ্ট করছে। তিনি বলেন অস্ত্রের মাধ্যমে কোন সমস্যার সমাধান হয় না আলাপ আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান হয়। সরকার আলোচনার জন্য প্রস্তুত। এর আগে বর্ধিত সভাস্থলে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বর্ধিত সভার কার্যক্রম শুরু করা হয়। পরে বেলুন ও পায়রা উড়ানো হয়। সভাস্থলে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে কেন্দ্রীয় নেতৃবৃন্দ শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।
×