ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মামাত বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ফুফাত ভাইকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ০৬:০৬, ১৬ জানুয়ারি ২০১৮

মামাত বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ফুফাত ভাইকে পিটিয়ে হত্যা

শংকর কুমার দে ॥ মামাত বোনকে ইভটিজিং করার প্রতিবাদ করায় নির্দয় প্রহারে প্রাণ দিল ছাত্রীটির ফুফাত ভাই পঁয়ত্রিশ বছর বয়সী সুলতান মিন্টু। এই ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন মোগড়াপাড়া এলাকায়। চলতি বছরের শুরুতেই গত বুধবার কলেজ থেকে ফিরছিল মামাত বোনটি। কলেজে যাওয়া আসার পথে অন্যান্য দিনের মতোই মামাত বোনকে উত্ত্যক্ত করে জাকিরের নেতৃত্বে মাদকসেবী বখাটেরা। মামাত বোন উত্ত্যক্ত হওয়ার ঘটনাটি জানায় তার ফুফাত ভাই সুলতানকে। সুলতান সেদিনই মামাত বোনকে উত্ত্যক্ত করার ঘটনার সেদিনই প্রতিবাদ জানিয়ে বলে থানায় মামলা করবে। বুধবারের এই ঘটনার পর শুক্রবার রিক্সাযোগে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন সুলতান। তাকে রিক্সায় একা পেয়ে সুলতানের রিক্সার গতি রোধ করে জাকিরের নেতৃত্বে বখাটে মাদকসেবীরা বেধড়ক লাঠিপেটা করে মারাত্মক রক্তাক্ত জখম করে তাকে। মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তির পর দুই দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শুক্রবার অকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন সুলতান। গ্রামবাসীদের মধ্যে এই নির্মম মর্মান্তিক ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর গ্রামবাসীরা এলাকার বখাটে মাদকসেবী জাকিরের বাড়ি ঘরে আগুন ধরিয়ে দিয়ে প্রতিবাদ জানিয়েছেন। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মোগড়াপাড়া এলাকার এই ইভটিজিং-এর ঘটনাটির বিরুদ্ধে ব্যবস্থা নিবে বলে জানিয়েছেন সোনারগাঁও থানার পুলিশ।
×