ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ

জ্যাকব টাওয়ার ২৪ জানুয়ারি উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

প্রকাশিত: ০৬:০১, ১৬ জানুয়ারি ২০১৮

জ্যাকব টাওয়ার ২৪ জানুয়ারি উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১৫ জানুয়ারি ॥ সর্বদক্ষিণের চরফ্যাসন উপজেলাকে দেশের অন্যতম সেরা পর্যটন এলাকা হিসাবে গড়ে তুলতে দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ ‘জ্যাকব টাওয়ার’ উন্মুক্ত হচ্ছে শীঘ্রই। দৃষ্টিনন্দন এই ওয়াচ টাওয়ারের স্বপ্নদ্রষ্টা পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব টেলিফোনে জানান, আগামী ২৪ জানুয়ারি টাওয়ার উদ্বোধনের মধ্য দিয়ে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের পরিচিতি নতুন মাত্রা পাবে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জ্যাকব টাওয়ার উদ্বোধনের পর চরফ্যাসন হয়ে উঠবে পর্যটকদের কাছে অন্যতম প্রধান আকর্ষণীয় স্থান। ২২৫ ফুট উঁচু এই টাওয়ারের ওপরে ওঠে শক্তিশালী টেলিস্কোপের মাধ্যমে চতুর্দিকের নদী-সাগর-চরাঞ্চল আর লোকালয়ের নৈসর্গিক দৃশ্য দেখার সুযোগ মিলবে। পর্যটকরা ভোলা ও বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা, চর কুকরী-মুকরী, ঢালচর, তারুয়া সৈকত, বঙ্গোপসাগর, পটুয়াখালী জেলার বেশকিছু এলাকা স্পষ্টভাবে পর্যবেক্ষণ করতে পারবেন। ১৬ তলা এই টাওয়ারের প্রতিটি তলায় একই সঙ্গে ৫০ জন এবং গোটা টাওয়ারে একত্রে ৫০০ দর্শক অবস্থান করতে পারবেন। টাওয়ারে পর্যটকদের ওঠানামার জন্য আধুনিক স্বচ্ছ গ্লাসের ক্যাপসুল লিফটের ব্যবস্থা রয়েছে।
×