ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঘন কুয়াশা

শিমুলিয়া-কাঁঠালবাড়ি পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল বিঘ্নিত

প্রকাশিত: ০৫:৫৮, ১৬ জানুয়ারি ২০১৮

শিমুলিয়া-কাঁঠালবাড়ি পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল বিঘ্নিত

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি সার্ভিস ঘন কুয়াশায় বিঘিœত হচ্ছে। আট ঘণ্টা বন্ধ থাকার পর সোমবার সকাল দশটায় সচল হয়েছে। এর আগে রবিবার দিবাগত রাত দুইটা থেকে বন্ধ হয়ে যায়। মাঝ পদ্মায় আটকা পড়ে ছয়টি ফেরি। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। শিমুলিয়া প্রান্তে তিন শতাধিক যান ঘাটে আটকা পড়ে। তবে সকাল সাড়ে দশটার পর পারাপার স্বাভাবিক হয়। বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের এজিএম খন্দকার শাহ খালেদ নেওয়াজ জানান, রাত আকস্মিক কুয়াশার চাদরে ঢাকা নৌরুটে দুর্ঘটনা এড়াতে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে যাওয়ায় ফেরি সার্ভিস বেলা দশটার পর আবার সচল হয়েছে। তিন লঞ্চের সংঘর্ষ ॥ ধলেশ্বরী নদীতে ঢাকাগামী লঞ্চের ধাক্কায় নোঙর করা দুটি লঞ্চ ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার ভোরে ঘন কুয়াশার কারণে সদরের লঞ্চ ঘাট এলাকায় ঢাকাগামী এমভি কালাম খাঁন-১ পার্শ্ববর্তী লঞ্চটিকে সাইড দিতে গিয়ে ধাক্কা মারে। এতে এমভি কালাম খাঁন লঞ্চের চালক নিয়ন্ত্রণ হারালে টার্মিনালে নোঙর করা খাজা এক্সপ্রেস ও দারাশিকো লঞ্চে ধাক্কা লাগে। মুহূর্তেই ভেঙ্গে যায় খাজা এক্সপ্রেসের এক পাশের অংশ। একই সঙ্গে দারাশিকো লঞ্চেরও ব্যাপক ক্ষতি হয়। তবে এ সময় লঞ্চে কোন স্টাফ বা যাত্রী ছিল না। তাই কোন হতাহতের ঘটনাও ঘটেনি। পাটুরিয়া-দৌলতদিয়া সাত ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ॥ নিজস্ব সংবাদদাতা জানান, ঘনকুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাত ঘণ্টা বন্ধ থাকার পর সোমবার সকাল সাড়ে দশটা থেকে এই নৌরুটের ফেরি চলাচল শুরু হয়। বিআইডব্লিউটিসির বাণিজ্য বিভাগের আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক জানান, সোমবার রাত সাড়ে তিনটার দিকে ঘনকুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়লে এই নৌরুটের ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। এ সময় মাঝ নদীতে যানবাহন ও যাত্রী নিয়ে আটকে পড়ে চারটি ফেরি। সোমবার সকাল সাড়ে দশটার দিকে কুয়াশা কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়। এতে উভয় ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী বাস, ট্রাক ও প্রাইভেটকারসহ পাঁচ শতাধিক যানবাহন পারের অপেক্ষায় থাকে।
×