ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিএএসএফ বাংলাদেশের নতুন চেয়ারম্যান ও এমডি সাজ্জাদুল হাসান

প্রকাশিত: ০৪:৩২, ১৬ জানুয়ারি ২০১৮

বিএএসএফ বাংলাদেশের নতুন চেয়ারম্যান ও এমডি সাজ্জাদুল হাসান

অর্থনৈতিক রিপোর্টার ॥ জার্মানভিত্তিক বহুজাতিক রাসায়নিক কোম্পানি বিএএসএফ বাংলাদেশের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক পদে যোগ দিলের সাজ্জাদুল হাসান। বিশ্বের শীর্ষস্থানীয় এই রাসায়নিক প্রতিষ্ঠানে যোগদানের আগে তিনি সিনজেনটা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন। দীর্ঘ ২০ বছর তিনি সিনজেনটা বাংলাদেশে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেন। হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে লেখাপড়া করেন। পরবর্তীতে তিনি কম্পিউটার সাইন্সে মাস্টার্স ডিগ্রী লাভ করেন। একই বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ সম্পন্ন করে তিনি কর্মজীবনে প্রবেশ করেন। তিনি বিএএসএফ বাংলাদেশে সুজন কুমার সাহার স্থলাভিসিক্ত হয়েছেন। বিএলএফসিএর নতুন সভাপতি খলিলুর রহমান অর্থনৈতিক রিপোর্টার ॥ ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মোঃ খলিলুর রহমান এবং বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ডের নির্বাহী পরিচালক ও সিইও এসএম ফরমানুল ইসলাম যথাক্রমে বাংলাদেশ লিজিং এ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ এ্যাসোসিয়েশনের (বিএলএফসিএ) সভাপতি ও সহ-সভাপতি হিসেবে দুই বছর মেয়াদে নির্বাচিত হয়েছেন।
×