ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ওষুধ অটোমোবাইল খাতে চীনা বিনিয়োগ চায় এফবিসিসিআই

প্রকাশিত: ০৪:৩১, ১৬ জানুয়ারি ২০১৮

ওষুধ অটোমোবাইল খাতে চীনা বিনিয়োগ চায় এফবিসিসিআই

অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ওষুধ, অটোমোবাইলসহ বিভিন্ন খাতে চীনের বিনিয়োগ আহ্বান করেছে। বাংলাদেশ সরকারের আকর্ষণীয় বিনিয়োগ সুবিধা গ্রহণ করে এফবিসিসিআই সম্ভাবনাময় খাতগুলোতে বিনিয়োগের লক্ষ্যে চীনা বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানিয়েছে। এছাড়াও এফবিসিসিআই চীনের সঙ্গে অটোমোবাইল খাতে যৌথ বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। সোমবার এফবিসিসিআই নেতৃবৃন্দ এবং সফররত সিসিপিআইটির (চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড) ১০ সদস্যবিশিষ্ট এক বাণিজ্য প্রতিনিধিদলের মধ্যে আলোচনায় এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম (মহিউদ্দিন) এসব কথা বলেন। এফবিসিসিআই পরিচালকবৃন্দ এবং বিভিন্ন এ্যাসোসিয়েশনের প্রধানরা আলোচনায় উপস্থিত ছিলেন। সভায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ ইকনোমিক জোনস অথরিটি (বেজা) এবং বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোনস অথরিটির (বেপজা) প্রতিনিধিবৃন্দ অংশ নেন। এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম (মহিউদ্দিন) বলেন, অবকাঠামোগত ঘাটতি থাকা সত্ত্বেও বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নের পথে দ্রুত এগিয়ে যাচ্ছে।
×