ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

লভ্যাংশ পাঠিয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল

প্রকাশিত: ০৪:২৯, ১৬ জানুয়ারি ২০১৮

লভ্যাংশ পাঠিয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক ও বিও হিসাবে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানিটি লভ্যাংশের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে গত সাত জানুয়ারি বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে। আর নগদ লভ্যাংশ বিইএফটিএনের মাধ্যমে ব্যাংক হিসাবে পাঠিয়েছে। উল্লেখ্য, সমাপ্ত হিসাব বছরে প্যারামাউন্ট টেক্সটাইল ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। যার মধ্যে দশ শতাংশ বোনাস ও পাঁচ শতাংশ নগদ। হাইডেলবার্গের শেয়ার অধিগ্রহণের অনুমোদন অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হাইডেলবার্গ সিমেন্টকে মেঘনা এনার্জি লিমিটেডের ৯৯.৯৯ শতাংশ শেয়ার অধিগ্রহণের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংক স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি চিঠি পেয়েছে। তাই বাংলাদেশ ব্যাংক মেঘনা এনার্জির ৪০ লাখ ৫৬ হাজার ৪৫৭টি শেয়ার হস্তান্তরের অনুমতি দিয়েছে। উল্লেখ্য, মেঘনা এনার্জি লিমিটেড একটি বেসরকারী কোম্পানি। এটি বাংলাদেশে অন্তর্ভুক্ত। এই কোম্পানিটি ছোট বিদ্যুৎ প্লান্ট হিসেবে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ করে।
×