ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাগদাদে জোড়া বোমা হামলায় নিহত ২৬, আহত ৯০

প্রকাশিত: ০৪:২৬, ১৬ জানুয়ারি ২০১৮

বাগদাদে জোড়া বোমা হামলায় নিহত ২৬, আহত ৯০

ইরাকের রাজধানী বাগদাদে সোমবার জোড়া বোমা হামলায় ২৬ জন নিহত হয়েছে। বাগদাদে তিন দিনের মধ্যে এটি এ ধরনের দ্বিতীয় হামলা। পূর্ব বাগদাদের স্বাস্থ্য বিভাগের প্রধান ডাঃ আব্দেল গণি আল-সাদি জানান, এ হামলায় ২৬ জন নিহত ও আরও ৯০ জন আহত হয়েছে। জয়েন্ট অপারেশন কমান্ডের মুখপাত্র জেনারেল সাদমান বলেন, বাগদাদের মধ্যাঞ্চলীয় তাইয়ারান স্কোয়ারে দুই আত্মঘাতী হামলাকারী শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়। তায়ারান স্কয়ার একটি বাণিজ্যিক কেন্দ্র। দিনমজুররা প্রতিদিন ভোরে কাজের সন্ধানে এখানে জড়ো হয়। তাৎক্ষণিকভাবে কোন ব্যক্তি বা গোষ্ঠী এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। সাধারণত আইএস ইরাকে এ ধরনের অধিকাংশ হামলা চালিয়েছে। -এএফপি আবুধাবীতে কাতার রাজপরিবারের সদস্যকে আটকে রাখার অভিযোগ কাতারের রাজপরিবারের গুরুত্বপূর্ণ একজন সদস্য শেখ আবদুল্লাহ বিন আলি আল থানি অভিযোগ করেছেন, তাকে সংযুক্ত আরব আমিরাতে তার ইচ্ছের বিরুদ্ধে আটকে রাখা হয়েছে। ইউটিউবে এক ভিডিও বার্তার মাধ্যমে তিনি এ অভিযোগ করেন। খবর বিবিসির। সাম্প্রতিক সময়ে সৌদি আরবের সঙ্গে কাতারের কূটনৈতিক সঙ্কটের মধ্যেও দেশটির আলোচনায় শেখ আবদুল্লাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি দাবি করেন, আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মেদ বিন জায়েদ আল নাহিয়ান তাকে আটক করে রেখেছেন। তার কিছু হলে নাহিয়ানই পুরোপুরি দায়ী হবেন। তবে আরব আমিরাতের কর্মকর্তারা এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। শেখ আবদুল্লাহ বিন আলি আল থানি কাতারের বর্তমান আমিরের আত্মীয়। ভিডিওতে দেখা যায়, তিনি চেয়ারে বসে আছেন ও ক্যামেরার দিকে সরাসরি তাকিয়ে কথা বলছেন।
×