ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইরান চুক্তির প্রতি যথাযথ সম্মান দেখানো উচিত॥ ম্যাক্রোঁ

প্রকাশিত: ০৮:৫৭, ১৫ জানুয়ারি ২০১৮

 ইরান চুক্তির প্রতি যথাযথ সম্মান দেখানো উচিত॥ ম্যাক্রোঁ

ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ শনিবার ইরানের সঙ্গে পরমাণু চুক্তির প্রতি বিশ্বশক্তির দেশগুলোকে যথাযথ সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন। ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু টেলিফোনে ফ্রান্সের প্রেসিডেন্টকে তার সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানানোর প্রতিক্রিয়ায় ম্যাক্রোঁ এসব কথা বলেন। এক বিবৃতিতে এলিসি প্রাসাদ জানায়, ম্যাক্রোঁ ইরানের পরমাণু চুক্তি রক্ষা গুরুত্বের কথা স্মরণ করেন এবং এজন্য সবপক্ষকে এর প্রতি যথাযথ সম্মান দেখানোর জন্য আহ্বান জানান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ইউরোপিয়ান সহযোগীদের প্রতি দাবি করেন যেন তারা ওয়াশিংটনের সঙ্গে চুক্তিটির গুরুতর ত্রুটিগুলো সমাধান করতে কাজ করেন। অন্যথায় যুক্তরাষ্ট্র চুক্তিটি থেকে নিজের নাম প্রত্যাহার করে নেবে এমন কথা বলার পর ম্যাক্রোঁ ও নেতানিহয়াহু শনিবার টেলিফোনে বিষয়টি নিয়ে কথা বলেন। -এএফপি
×