ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পরমাণু অস্ত্রসমৃদ্ধ দুই দেশের মধ্যে যুদ্ধের সুযোগ নেই॥ পাক জেনারেল

প্রকাশিত: ০৮:৫৬, ১৫ জানুয়ারি ২০১৮

পরমাণু অস্ত্রসমৃদ্ধ দুই দেশের মধ্যে যুদ্ধের সুযোগ নেই॥ পাক জেনারেল

পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখার প্রধান বলেছেন, আমাদের প্রতিরক্ষার সামর্থ্য নিয়ে ভারতের বিভ্রান্তির আশ্রয় নেয়া উচিত হবে না। এদিকে পাক পররাষ্ট্র দফতরের পক্ষ থেকে যে কোন সামরিক অভিযানের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। এর আগে শুক্রবার ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত পাকিস্তানের পারমাণবিক সক্ষমতাকে ধাপ্পাবাজি উল্লেখ করে বলেছেন, সরকারের নির্দেশ পেলে পাক সীমান্ত অতিক্রম করতে ভারতীয় সেনাবাহিনী দ্বিধাবোধ করবে না। খবর ডন অনলাইনের। জেনালের রাওয়াত বলেন, আমরা পাকিস্তানকে পারমাণবিক ধাপ্পাবাজ বলছি। যদি আমাদের পাকিস্তানীদের মোকাবেলা করতে হয় এবং সেই কাজের দায়িত্ব আমাদের দেয়া হয়, তখন আমরা এমন কথা বলব না যে, আমরা পাক সীমান্ত অতিক্রম করতে পারব না, কারণ তাদের পারমাণবিক অস্ত্র আছে। তাদের পারমাণমিক সক্ষমতাকে ধাপ্পাবাজি বলতে হচ্ছে।
×