ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

উ. কোরিয়ার বিরুদ্ধে বাল্টিক ন্যাটো রাষ্ট্রের সমর্থন চান আবে

প্রকাশিত: ০৮:৫৬, ১৫ জানুয়ারি ২০১৮

উ. কোরিয়ার বিরুদ্ধে বাল্টিক ন্যাটো রাষ্ট্রের সমর্থন  চান আবে

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে শনিবার উত্তর কোরিয়ার ওপর চাপ প্রয়োগে সমর্থনের জন্য বাল্টিক অঞ্চলের ন্যাটো-রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। পিয়ংইয়ংয়ের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচী বিশ্বের প্রতি হুমকিস্বরূপ তার এ সামরিক বার্তাটি বিভিন্ন দেশের কাছে তুলে ধরতে চাইছেন তিনি। খবর এএফপির। দক্ষিণ কোরিয়ায় উইন্টার অলিম্পিকসে যোগদানে উত্তেজনা সম্প্রতি প্রশমন সত্ত্বেও শিনজো আবে উত্তর কোরিয়ার ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের জন্য জোর দাবি জানিয়েছেন। আবে লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে সাংবাদিকদের বলেন, উত্তর কোরিয়ার ওপর আন্তর্জাতিক নিয়ম-শৃঙ্খলাভিত্তিক আইনের শাসন অক্ষুণœ রাখা ও শক্তিশালী করার জন্য আমাদের একত্রে কাজ করা উচিত। তিনি বলেন, উত্তর কোরিয়া এখন বিশ্ব সম্প্রদায়ের জন্য এক হুমকি।
×