ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দেড় শ’ যাত্রীসহ যমুনার ডুবোচরে লঞ্চ আটকা

প্রকাশিত: ০৮:৩৮, ১৫ জানুয়ারি ২০১৮

দেড় শ’ যাত্রীসহ যমুনার ডুবোচরে লঞ্চ আটকা

বিডিনিউজ ॥ ঘন কুয়াশার মধ্যে আরিচা থেকে পাবনার কাজিরহাটগামী একটি লঞ্চ দেড় শতাধিক যাত্রী নিয়ে যমুনা নদীর মাঝে ডুবোচরে আটকা পড়েছে। রবিবার সন্ধ্যা ৭টার দিকে মানিকগঞ্জের আরিচা ঘাট ছেড়ে যায় বলে আমিনপুর থানার ওসি সুকুমার মোহন্ত জানান। লঞ্চে থাকা যানবাহনের কয়েক যাত্রী তাদের আটকা পড়ার খবর সন্ধ্যায় গণমাধ্যমকর্মীদের জানালেও পরে তাদের সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। ওসি সুকুমার জানান, রাত ৮টার দিকে আমরা খবর পাই যে যমুনা নদীর মাঝে দেড় শতাধিক যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবোচরে আটকা পড়েছে। আমাদের তো এই থানায় নৌ পুলিশ নেই। এখানে আমাদের কোন করণীয় নেই। বিষয়টি বিভিন্নস্থানে অবহিত করা হয়েছে বলে জানান তিনি। ওসি বলেন, মূলত লঞ্চটি পাবনার একটি পরিবহনের নির্দিষ্ট যাত্রী পারাপার করে। সেই পরিবহনের যাত্রীরাই ওই লঞ্চে আছেন। এদিকে নগরবাড়িঘাট থেকে নৌ পুলিশের একটি দল ট্রলার নিয়ে নদীতে যাওয়ার কথা শুনেছি। তবে তাদের সঙ্গেও কোন যোগাযোগ করতে পারছেন না বলেও জানান ওসি। পাবনা এক্সপ্রেস পরিবহনের কাজিরহাট কাউন্টারের টিকেট মাস্টার সাখাওয়াত হোসেন বলেন, সাড়ে ৭টার পর থেকে আমাদের যাত্রী বোঝাই লঞ্চটির কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। খবর পাওয়ার পরপরই পাবনার বেড়া উপজেলার কাজিরহাট ঘাট থেকে ইতোমধ্যেই ৬/৭টি ট্রলার খুঁজতে বের হয়েছে। এখন পর্যন্ত তাদেরও কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। তবে গুগল ম্যাপে দেখানো তথ্য অনুযায়ী এখনও লঞ্চটি মানিকগঞ্জ জেলার শিবালয় এলাকায় রয়েছে বলে জানান ওই টিকেট মাস্টার।
×