ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘বই শুধু মানুষকে দেখানোর জন্য কিনবেন না, পড়বেন’

প্রকাশিত: ০৮:২২, ১৫ জানুয়ারি ২০১৮

‘বই শুধু মানুষকে দেখানোর জন্য কিনবেন না, পড়বেন’

স্টাফ রিপোর্টার ॥ দায়িত্বরত প্রধান বিচারপতি মোঃ আবদুল ওয়াহহাব মিঞা বলেছেন, বই কিনবেন। বই শুধু মানুষকে দেখানোর জন্য কিনবেন না। বই পড়বেন। দায়িত্বরত প্রধান বিচারপতি বলেন, মক্কেলদেরে খুশি করার জন্য অনেক আইনজীবী বইয়ের কভার দিয়ে লাইব্রেরী সাজান। এই কাজটা করবেন না। রবিবার বিকেলে সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির আয়োজনে ভবনের নিচের চত্বরে আয়োজিত বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে দায়িত্বরত প্রধান বিচারপতি এসব কথা বলেন। প্রতিবছরের মতো সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতি এই বইমেলার আয়োজন করেছে। যা চলবে ১৫ দিনব্যাপী। তিনি বলেন, অনেকে মক্কেলকে খুশি করার জন্য, তার অনেক বই-পুস্তব আছে দেখাবার জন্য, বইয়ের কভার লাইব্রেরীতে রেখে দেয়। এই কাজটা করবেন না। বই কিনবেন। বই শুধু মানুষকে দেখানোর জন্য কিনবেন না। বই পড়বেন। দায়িত্বরত প্রধান বিচারপতি মোঃ আবদুল ওয়াহহাব মিঞা বলেন, আদালতে পুরানা পল্টনের মতো বক্তব্য দিলে হবে না। মামলায় জয়ী হতে হলে আদালতে জ্ঞানসমৃদ্ধ বক্তব্য উপস্থাপন করতে হবে। আর জ্ঞান অর্জন করতে হলে বেশি করে বই পড়তে হবে। অনেক আইনজীবী কোর্টে আর্গুমেন্ট করতে যান বই ছাড়া। যদি বলি বই কোথায়, তখন এদিকে তাকায়, ওদিকে তাকায়। জজ সাহেবদের কাত করতে হলে, তাদের কাছ থেকে কিছু আদায় করতে হলে আদালতে জ্ঞানসমৃদ্ধ বক্তব্য দিতে হবে। বক্তব্যের মধ্যে সারমর্ম থাকতে হবে। আইনের কথা থাকতে হবে। আইনের ব্যাখ্যা থাকতে হবে। এজন্য বই পড়তে হবে। বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দীন খোকনের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন আপীল বিভাগের বিচারপতি মোহাম্মদ ইমান আলী, আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট জয়নুল আবেদীন।
×