ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সালমোনেলা সংক্রমিত গুঁড়োদুধ জব্দ করা হচ্ছে

প্রকাশিত: ০৭:৫৫, ১৫ জানুয়ারি ২০১৮

সালমোনেলা সংক্রমিত গুঁড়োদুধ জব্দ করা হচ্ছে

বিডিনিউজ ॥ প্রাণঘাতী সালমোনেলা ব্যাক্টেরিয়া সংক্রমিত ল্যাকটালিসের শিশুর গুঁড়োদুধ বাংলাদেশের বাজার থেকে জব্দ করছে সরকার। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সচিব খালেদ হোসাইন রবিবার বলেন, পণ্যগুলো বাজেয়াফত করতে ইতোমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হয়েছে। এগুলো সরিয়ে ফেলতে ইম্পোর্টারদের নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি এ সম্পর্কে কাস্টমসকেও জানানো হয়েছে। বিশ্বে ডেইরি পণ্যের অন্যতম বৃহৎ কোম্পানি ল্যাকটালিসের কারখানায় ওই ব্যাক্টেরিয়া পাওয়ার পর ৮৩ দেশ থেকে তাদের এক কোটির বেশি শিশুর গুঁড়োদুধের বক্স প্রত্যাহার করা হচ্ছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। ফরাসী এই কোম্পনির গুঁড়োদুধ পিকোট, মিলুমেল ও তারানিস ব্র্যান্ড হিসেবে বিশ্বব্যাপী বাজারজাত হয়। বাংলাদেশে বেবিকেয়ার ১ ও বেবিকেয়ার ২ এই কোম্পানির গুঁড়োদুধ জানিয়ে তাতে সালমোনেলা ব্যাক্টেরিয়া সংক্রমণের কথা উল্লেখ করে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে নিরাপদ খাদ্য অধিদফতর। আমদানিকারক, বিক্রেতা, শিশু বিশেষজ্ঞ ও অভিভাবকদের এসব দুধ বিক্রি ও ব্যবহার করতে বারণ করা হয়েছে। পাশাপাশি আমদানিকারক প্রতিষ্ঠান জেস ইন্টারন্যাশনালকে ওই সব শিশুখাদ্য জরুরী ভিত্তিতে বাজার থেকে তুলে নিতে বলেছে নিরাপদ খাদ্য অধিদফতর। সালমোনেলা ব্যাক্টেরিয়া আক্রান্ত হলে ডায়রিয়া, পেট ব্যথা, বমি ও তীব্র পানিশূন্যতা দেখা দেয়। এর প্রভাবে শিশুর মৃত্যু হতে পারে।
×