ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জ্বলন্ত ট্যাঙ্কারটি ডুবে গেছে

বাংলাদেশীসহ ৩২ জনের সবাই মৃত

প্রকাশিত: ০৭:৫১, ১৫ জানুয়ারি ২০১৮

বাংলাদেশীসহ ৩২ জনের সবাই মৃত

বিডিনিউজ ॥ জ্বলতে জ্বলতে অবশেষে সাগরে ডুবে গেছে চীনা উপকূলে দুর্ঘটনা কবলিত তেল ট্যাঙ্কার ‘সানচি’। চীনের গণমাধ্যম একথা জানিয়েছে। ইরানের কর্মকর্তারা বলছেন, জাহাজটিতে থাকা ৩২ জনের সবাই এখন মৃত। তাদের মধ্যে ৩০ ইরানী এবং ২ বাংলাদেশী। গত ৬ জানুয়ারি রাতে পানামার পতাকাবাহী সানচি জাহাজটি ইরান থেকে তেল বহন করে দক্ষিণ কোরিয়ার দিকে যাচ্ছিল। কিন্তু পূর্ব চীন সাগরের সাংহাই উপকূল থেকে ২৬৯ কিলোমিটার দূরে হংকংয়ের সিএফ ক্রিস্টাল জাহাজের সঙ্গে সানচির সংঘর্ষ হলে তাতে আগুন ধরে যায়। ট্যাঙ্কারটিতে এক লাখ ৩৬ হাজার টন তেল ছিল। ১ সপ্তাহেরও বেশি সময় ধরে জ্বলতে থাকার পর এটি ডুবে গেল।
×