ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আব্দুর রশিদ

নবম-দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৭:৪২, ১৫ জানুয়ারি ২০১৮

নবম-দশম শ্রেণির পড়াশোনা

বিষয়ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দ্বিতীয় অধ্যায় ॥ কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা সিনিয়র শিক্ষক, বি এ এফ শাহীন কলেজ কুর্মিটোলা, ঢাকা ১০. নিয়ম অনুসরণ করে ডিলিট কলে যেকোনো সফটওয়্যার- ক. সম্পুর্ণভাবে রেখে দেওয়া সম্ভব খ. সম্পুর্ণভাবে কেটে ফেলা সম্ভব গ. সম্পুর্ণ মুছে ফেলা সম্ভব ঘ. সম্পুর্ণভাবেমুছে ফেলা সম্ভব নয় ১১.কি-বোর্ডের কোন বাটনটি চাপলে পুরো সফটওয়্যার ডিলিট করার প্রক্রিয়া সম্পূর্ণ হবে? ক. ঋ১ খ. ঋ২ গ. ঋ৩ ঘ.ঋ৪ ১২.সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হয় নিচের কোনটি? ক. সাইকেল খ. ফুটবল গ. রিকশা ঘ.আইসিটিযন্ত্র ১৩. কম্পিউটার বা অন্যান্য যন্ত্রে ইনস্টল করতে হয়- ক. হার্ডওয়্যার খ. প্রিন্টার গ. রিকশা ঘ.আইসিটিযন্ত্র ১৪. অপারেটিং সিস্টেম সফটওয়্যারের কোন প্রক্রিয়া একটু জটিল? ক. আনইনস্টল খ. ইনস্টল গ. ফরম্যাট ঘ.ডিলেট ১৫. নিচের কোনটি আনইনস্টল করার সময় সতর্ক থাকতে হবে? ক. হার্ডওয়্যার খ. সফটওয়্যার গ. মেমোরি ঘ. পেনড্রইভ ১৬. ডিলিট অর্থ কী? ক. কেটে দেওয়া খ. মুছে ফেলা গ. সিলেক্ট করা ঘ. খোঁজকরা ১৭. মুলত নিচের কোনটির মাধ্যমে আইসিটি যন্ত্র হতে ইনস্টল করা যেকোনো সফটওয়্যার মুছে ফেলা যায়? ক. সফটওয্যার আনইনস্টল করে খ. সফটওয়্যার ইনস্টল করে গ. সফটওয়্যার ডিলিট করে ঘ. সফটওয়্যার রিস্টার্ট করে ১৮.কম্পিউটার বা অন্য যেকোনো আইসিটি যন্ত্রে কোনো সফটওয়্যার একবার ইনস্টল সফটওয়্যার মুছে ফেলা যায়? ক. মুছে ফেলাযায় খ. মুছে ফেলাযায়না গ. কেটে দেওয়াযায়না ঘ. কেটে দেওয়াযায় ১৯. নিয়ম না মেনে নিচের কোনটি ডিলিট করে দিলে তা মুছে যায় না বরং সমস্যার তৈরি করে? ক. শুধুমাত্রসফটওয়্যার খ. শুধুমাত্র লোকালডিস্ক গ. ফ্লপিডিস্ক ঘ. ডিস্ক ড্রাইভ ২০. নিচের কোনটি ইনস্টল করতে কিছু বিশেষ দক্ষতার প্রয়োজন? ক. মাউস খ. প্রিন্টার গ. কিবোর্ড ঘ.অপারেটিং সিস্টেম সফটওয়্যার উত্তর ঃ ১১(গ) ১২(ঘ) ১৩(ঘ) ১৪(খ) ১৫(খ) ১৬(খ) ১৭(ক) ১৮(খ) ১৯(ক) ২০(ঘ)। বিসিএস কর্নার ১. ৯০ কোন সংখ্যার ৭৫%? ১২০, ১২৫, ১৫০, ১৭৫ সঠিক উত্তর : ১২০ ২. এক বাক্তি তার মোট সম্পত্তির ৩/৭ অংশ ব্যয় করার পর অবশিষ্ট ৫/১২ অংশ ব্যয় করে দেখলেন যে, তার নিকট ১০০০ টাকা রয়েছে। তার মোট সম্পত্তির মূল্য কত? ২০০০, ২৩০০, ২৫০০, ৩০০০ সঠিক উত্তর: ৩০০০ ৩. বৃত্তের একই চাপের ওপর দন্ডায়মান কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের কত গুণ? ২, ৩, সমান কোনটিই নয় সঠিক উত্তর: ২ ৪. শতকরা বার্ষিক কত হার সুদে ৪৫০ টাকার ১৭ বছরের সুদ ৪৫৯ টাকা হবে? ৩%, ৪%, ৫%, ৬% সঠিক উত্তর: ৬% ৫. ৫০০ টাকার ৪ বছরের সুদ এবং ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৫০০ টাকা হলে সুদের হার কত? ৫%, ৬%, ১০%, ১২% সঠিক উত্তর: ১০% ৬. কোনটি মৌলিক সংখ্যা নয়? ২৬৩, ২৩৩, ২৫৩, ২৪১ সঠিক উত্তর: ২৫৩ ৭. ২০০২ সংখ্যাটি কোন সংখ্যাগুচ্ছের লসাগু নয়? ১৩, ৭৭, ৯১, ১৪৩ ৭, ২২, ২৬, ৯১ ২৬, ৭৭, ১৪৩, ১৫৩ ২, ৭, ১১, ১৩ সঠিক উত্তর: ২৬, ৭৭, ১৪৩, ১৫৩ ৮. (া৩.া৫) <৪ এর মান কত? ৩০, ৬০, ২২৫, ১৫ সঠিক উত্তর: ২২৫ ৯. একটি প্রকৃত ভগ্নাংশের হর ও লবের অন্তর ২, হর ও লব উভয় থেকে ৩ বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার সংগে ৭/৯, ৯/১১, ১১/১৩, ১৩/১৫ সঠিক উত্তর: ৯/১১ ১০. লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৮ কি.মি. ও ৬ কি.মি.। নদী পথে ৪৮ কি.মি. অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে- ১০ঘণ্টা, ৫ ঘণ্টা, ৬ ঘণ্টা, ৮ ঘণ্টা সঠিক উত্তর: ৬ ঘণ্টা ১১. এই গ্যাসগুলোর মধ্যে কোনটি সবচেয়ে হালকা? ক. নাইট্রোজেন খ. হিলিয়াম গ. অক্সিজেন ঘ. হাইড্রোজেন সঠিক উত্তর: হাইড্রোজেন ১২. বাতাস হলো একটিÑ ক. মৌলিক পদার্থ খ. যৌগিক পদার্থ গ. মিশ্র পদার্থ ঘ. কোনটিই নয় সঠিক উত্তর: মিশ্র পদার্থ ১৩. এইগুলোর মধ্যে কোনটি সবচেয়ে ভাল বিদ্যুত পরিবাহী? ক. সাধারণ জল খ. সমুদ্রের জল গ. ফোটানো জল ঘ. বৃষ্টির জল সঠিক উত্তর: সমুদ্রের জল ১৪. নিচের গ্যাসগুলোর মধ্যে কোনটি আগুন নেভানোর জন্য ব্যবহার করা হয়? ক. নিওন খ. কার্বন ডাই অক্সাইড গ. নাইট্রোজেন ঘ. কার্বন মনোক্সাইড সঠিক উত্তর: কার্বন ডাই অক্সাইড ১৫. নিচের কোন মৌল অম্লের (ধপরফ) মধ্যে কোনটি সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়? ক. কার্বন খ. হাইড্রোজেন গ. অক্সিজেন ঘ. সালফার সঠিক উত্তর: হাইড্রোজেন ১৬. এই মৌলগুলোর মধ্যে কোন মৌলটি শিলা ও খনিজ পদার্থে সবচেয়ে বেশি? ক. কার্বন খ. এ্যালুমিনিয়াম গ. হাইড্রোজেন ঘ. সিলিকন সঠিক উত্তর: এ্যালুমিনিয়াম ১৭. ংঁংঃধরহধনষব ফবাবষড়ঢ়সবহঃ মড়ধষং ঝউএং এর প্রস্তাবক নয় কোন দেশ? কলাম্বিয়া গুয়েতেমালা পেরু কেনিয়া সঠিক উত্তর: কেনিয়া ১৮. জোট নিরপেক্ষ দেশ সমূহের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? দিল্লি কায়রো বেলগ্রেড জাকার্তা সঠিক উত্তর: বেলগ্রেড ১৯. ক্রিস্টোফার কলম্বাস কোন দেশের নাগরিক ছিলেন? ইংল্যান্ড ফ্রান্স পর্তুগাল ইটালি সঠিক উত্তর: ইটালি ২০. ওয়ানডে ক্রিকেটে দলীয় সর্বনিম্ন ইনিংস টি কোন দলের? কানাডা জিম্বাবুয়ে আয়ারল্যান্ড পাপুয়া নিউগিনি সঠিক উত্তর: জিম্বাবুয়ে ২১. কোনটি দাক্ষিন এশিয়ার রাজনৈতিক ক্ষেত্রে সবচেয়ে কম সংশ্লিষ্ট বিষয়? সংস্কৃতি ভাষা ধর্ম জাতি সঠিক উত্তর: সংস্কৃতি ২২. পেত্রা নগরী কোথায় অবস্থিত? মেক্সিকোতে জর্ডানে ইরাকে ফ্রান্সে সঠিক উত্তর: জর্ডানে ২৩. এডেন কোন দেশের সমুদ্রবন্দর? ওমান কাতার ইয়েমেন ইরাক সঠিক উত্তর: ইয়েমেন ২৪. Rotary International কবে প্রতিষ্ঠিত হয়? ১৯০৩ সালে ১৯০৫ সালে ১৯০৯ সালে ১৯১২ সালে সঠিক উত্তর: ১৯০৫ সালে ২৫. ওখঙ কত সালে নোবেল পুরস্কার পায়? ১৯৬৯ ১৯৭৯ ১৯৭০ ১৯৮১ সঠিক উত্তর: ১৯৬৯
×