ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লিচেস্টারের সঙ্গে চেলসির ড্র

প্রকাশিত: ০৭:০৮, ১৫ জানুয়ারি ২০১৮

লিচেস্টারের সঙ্গে চেলসির ড্র

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগে আবারও হোঁচট খেল চেলসি। শনিবার লিচেস্টার সিটির সঙ্গে গোলশূন্য ড্র করেছে এ্যান্টনিও কন্টের দল। আর ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ১০ জনের লিচেস্টার সিটির সঙ্গে ড্র করে এ্যান্টনিও কন্টের চাপটাকে আরও বাড়িয়ে দিল ২০১৫-১৬ মৌসুমের লীগ চ্যাম্পিয়নরা। দুই বছর আগে রীতিমতো চমকে দিয়েই ইংলিশ প্রিমিয়ার লীগের শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল লিচেস্টার সিটি। কিন্তু পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা আর ধরে রাখতে পারেনি তারা। গত মৌসুমেই নিষ্প্রভ ছিল লিচেস্টার সিটি। শনিবার নিজেদের মাঠে তাদের আতিথ্য দিয়েছিল প্রিমিয়ার লীগের বর্তমান চ্যাম্পিয়নরা। কিন্তু প্রতিপক্ষের রক্ষণভাগকে কোনভাবেই পরাস্ত করতে পারেনি আলভারো মোরাতা, এডেন হ্যাজার্ডরা। এমনকি ৬৮ মিনিটে লেফটব্যাক বেন চিলওয়েল দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠছাড়া হলেও তা কাজে লাগাতে পারেনি চেলসি। এই ড্রয়ের ফলে তৃতীয় স্থানে থাকা ব্লুজরা টেবিলের শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ১৫ পয়েন্ট পিছিয়ে গেল। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে চেলসির কোচ বলেন, ‘আমি মনে করি লীগ কাপের সেমিফাইনালের প্রথম লেগে আর্সেনালের বিপক্ষে গোলশূন্য ম্যাচটিতে আমরা অনেক শীর্ষ খেলোয়াড়কে নিয়ে খেলেছি। আবার লিচেস্টার সিটিও দল হিসেবে বেশ শক্তিশালী। তবে আরও ভাল খেলার সুযোগ ছিল আমাদের।’ ইংলিশ প্রিমিয়ার লীগের বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। কিন্তু পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা এ বছরে আর ধরে রাখতে পারেনি তারা। যে কারণেই গুঞ্জন শুরু হয়ে গেছে যে, চলতি মৌসুমের শেষেই সমাপ্তি ঘটতে পারে চেলসি-কন্টের সম্পর্ক। তবে কে হচ্ছেন কন্টের উত্তরসূরি? এই তালিকায় রয়েছে দুটি নাম। জুভেন্টাসের ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রি এবং বার্সিলোনার সাবেক কোচ লুইস এনরিকে। গত মৌসুমটা ভাল কাটেনি কাতালান ক্লাবটির। বার্সিলোনাকে হতাশায় ডুবিয়ে একের পর এক শিরোপা উৎসব করেছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। তবে সেই মৌসুমের পরই বার্সিলোনার কোচের পদ থেকে সরে দাঁড়ান লুইস এনরিকে।
×