ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এভারটনের বিপক্ষে জোড়া গোল করলেন টটেনহ্যামের এই ইংলিশ স্ট্রাইকার, গড়লেন নতুন মাইলফলক, স্পার্সের জার্সিতে ইংলিশ প্রিমিয়ার লীগের সর্বকালের সর্বোচ্চ গোলের মালিক এখন তিনি

হ্যারি কেনের এত আলো?

প্রকাশিত: ০৭:০৭, ১৫ জানুয়ারি ২০১৮

হ্যারি কেনের এত আলো?

স্পোর্টস রিপোর্টার ॥ আপন আলোতেই জ্বলছে হ্যারি কেন। শনিবার এভারটনের বিপক্ষে ম্যাচেও প্রমাণ করলেন তাকে নিয়ে বিশ্ব ফুটবলে হৈ-চৈ সৃষ্টির কারণ। এ ম্যাচেও নিজেকে দারুণভাবে মেলে ধরেন টটেনহ্যাম হটস্পারের এই ইংলিশ স্ট্রাইকার। জোড়া গোল করে নতুন এক মাইলফলক স্পর্শ করেন তিনি। টেডি শেরিংহ্যামকে ছাড়িয়ে ইংলিশ প্রিমিয়ার লীগে টটেনহ্যামের জার্সিতে সর্বকালের সর্বোচ্চ গোলের মালিক এখন হ্যারি কেন। এই ম্যাচে তার দলও পেয়েছে ৪-০ গোলের বড় জয়। স্পার্সদের হয়ে প্রিমিয়ার লীগে এখন কেনের গোলসংখ্যা বেড়ে দাঁড়িয়েছেন ৯৮টি। এর আগে টেডি শেরিংহ্যাম ৯৭ গোল করে এই তালিকায় শীর্ষে ছিলেন। শনিবার ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়ামে এভারটনকে আতিথ্য দেয় টটেনহ্যাম। প্রথমার্ধের মাঝামাঝিতে সন হেয়াং-মিন স্বাগতিকদের হয়ে ডেডলক ভাঙ্গেন। ৪৭ মিনিটে সনের দুর্দান্ত ক্রস থেকেই ব্যবধান দ্বিগুণ করেন কেন। যদিও গোলটিতে অফসাইড নিয়ে বিতর্ক ছিল। এই গোলের সৌজন্যে শেরিংহ্যামের রেকর্ডে ভাগ বসান তিনি। তার ১২ মিনিট পর পোস্টের খুব কাছে থেকে এভারটন গোলরক্ষক জর্ডান পিকফোর্ডকে পরাস্ত করে নতুন বছরের শুরুতে আরেকটি মাইলফলক স্পর্শ করেন তিনি। ইংলিশ প্রিমিয়ার লীগে টটেনহ্যামের হয়ে এখন সর্বোচ্চ গোলের মালিক তরুণ এই প্রতিভাবান ফুটবলার। ম্যাচ শেষের ৯ মিনিট আগে ক্রিস্টিয়ান এরিকসেন দলের পক্ষে চতুর্থ গোলটি করলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা। এর আগে গত বছর ২৪ বছর বয়সী কেন ৩৯ গোল করে এক বর্ষপঞ্জিকায় প্রিমিয়ার লীগে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়েছিলেন। ১৯৯৫ সালে এ্যালান শিয়েরার ৩৬ গোল করে এই রেকর্ডটাকে নিজের করে রেখেছিলেন। সেই রেকর্ডকেও ছাড়িয়ে গিয়েছিলেন দুর্দান্ত ফর্মে থাকা এই স্পার্স তারকা। শুধু তাই নয়, বার্সিলোনার আর্জেন্টাইন স্ট্রাইকার লিওনেল মেসিকে ছাড়িয়ে ২০১৭ সালে ইউরোপের শীর্ষ লীগগুলোতে সর্বোচ্চ গোলের মালিকও বনে যান তিনি। কেনের এই পারফর্মেন্স স্পার্স বস মরিসিও পোচেত্তিনোকে প্রতিদিনই দারুণ স্বস্তি এনে দিচ্ছে। ম্যাচের শেষে তাই প্রিয় শিষ্যকেও প্রশংসায় ভাসালেন পোচেত্তিনো। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘হ্যারি কেন অত্যন্ত মেধাবী ও পেশাদার একজন খেলোয়াড়। তার মতো একজন খেলোয়াড়কে দলে পেয়ে আমি সত্যিই দারুণ খুশি।’ এদিকে পোচেত্তিনোর পারফর্মেন্সও নজর কেড়েছে ইউরোপের শীর্ষসারির ক্লাবগুলোর। বিশেষ করে স্পার্সের এই অভিজ্ঞ কোচকে পেতে চায় স্পেনের জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ। কারণটাও খুব সুস্পষ্ট। রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে স্বপ্নের মতোই সূচনা করেছিলেন জিনেদিন জিদান। একের পর এক সাফল্যে ভরিয়ে দিয়েছিলেন লস ব্ল্যাঙ্কোসদের। গত বছরও তার অধীনে পাঁচ শিরোপা জয়ের অবিশ্বাস্য গল্প রচনা করেন রামোস-রোনাল্ডোরা। অথচ চলতি মৌসুমেই ভিন্ন চিত্রনাট্য। বিশেষ করে লা লিগায় সেই ফর্ম আর ধরে রাখতে পারেননি জিদানের শিষ্যরা। মৌসুমের এই মুহূর্তেই তাদের চেয়ে ১৬ পয়েন্ট এগিয়ে গেছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সিলোনা। শিরোপা যে আর ধরে রাখতে পারছে না রিয়াল, গত ডিসেম্বরে এল ক্লাসিকোতে হারার পরই নিশ্চিত হয়ে যায়। আর বার্সিলোনার কাছে সেই হারের পর থেকেই গুঞ্জন শোনা যায় জিদানকে বরখাস্ত করতে যাচ্ছে রিয়াল। এরপর শীতকালীন ও বড়দিনের ছুটি কাটিয়ে নতুন বছরও শুরু করে দিয়েছে রিয়াল। ভক্ত-অনুরাগীদের মনেও সঞ্চার হয়েছিল নতুন আশা। কিন্তু ভাগ্য আর বদলায়নি। শনিবার তো ভিয়ারিয়ালের কাছে ইতিহাসের প্রথমবার হারের স্বাদটাও পেয়ে গেল রিয়াল মাদ্রিদ। আর লা লিগায় এমন বাজে পারফর্মেন্সের কারণেই জিদানের বরখাস্ত হওয়ার গুঞ্জনটাকে বাস্তবে পরিণত করতে চলেছে রিয়াল। শুধু তাই নয়, স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুযায়ী ফরাসী কোচের উত্তরসূরির ব্যাপারেও কথাবার্তা চালিয়ে যাচ্ছে লা লিগা এবং ইউরোপের বর্তমান চ্যাম্পিয়নরা। অবশ্য জিদানের জায়গায় পোচেত্তিনোরও আগে রয়েছেন বর্তমান জার্মানির বিশ্বকাপ জয়ী কোচ জোয়াকিম লো।
×