ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সেঞ্চুরিয়ন টেস্টে লড়ছে ভারত

প্রকাশিত: ০৭:০৬, ১৫ জানুয়ারি ২০১৮

সেঞ্চুরিয়ন টেস্টে লড়ছে ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ সেঞ্চুরিয়নে সিরিজ বাঁচিয়ে রাখার দ্বিতীয় টেস্টে লড়ছে ভারত। প্রথম ইনিংসে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকাকে ৩৩৫ রানে গুটিয়ে দেয়ার পর দ্বিতীয়দিনের তৃতীয় সেশনে সফরকারীদের সংগ্রহ ৪ উইকেটে ১৫০। মুরলি বিজয় ৪৬, লোকেশ রাহুল ১০, চেতেশ্বর পুজারা ০ ও রোহিত শর্মা ১০ রান করে আউট হন। কঠিন পরিস্থিতিতে হাফ সেঞ্চুরি তুলে নিয়ে ব্যাট করছিলেন অধিনায়ক বিরাট কোহলি (৭৭*)। এদিন সকালে কেশব মহারাজকে ফিরিয়ে টেস্টে ক্যারিয়ারের শততম উইকট তুলে নেন মোহাম্মদ শামি। ভারতের হয়ে ১০০ বা তার বেশি উইকেট নেয়া পেসারদের মধ্যে আছেন কপিল দেব, জাহির খান, জভাগাল শ্রীনাথ, ইরফান পাঠান ও ইশান্ত শর্মা। মাইলস্টোনে পৌঁছতে শামির লাগল ২৯টি টেস্ট। স্পিন-পেস মিলিয়ে বিষেন সিং বেদী, দীলিপ দেশাই ও ইরফান পাঠানের চেয়ে একটি মাত্র ম্যাচ বেশি খেলেছেন তিনি। সেঞ্চুরিয়নে শনিবার প্রথমদিনটি অসাধারণ ছিল দক্ষিণ আফ্রিকার। টস জিতে আগে ব্যাট করতে নেমে এইডেন মার্করাম ও হাশিম আমলার দায়িত্বশীল ইনিংসে বড় সংগ্রহের আভাস দিয়েছিল স্বাগতিকরা। তবে রবিবার দ্বিতীয়দিনে ৩৩৫-এ অলআউট হয়ে যায় ফ্যাফ ডুপ্লেসিসের দল। মিডলঅর্ডারে ব্যাট হাতে লড়াই করেছেন কেবল অধিনায়ক নিজেই। ২৪ রানে অপরাজিত থেকে প্রথমদিন শেষের পর দ্বিতীয়দিনে ব্যক্তিগত ৬৩ রানে থেমেছেন ডুপ্লেসিস। লোয়ার অর্ডারে কুইন্টন ডি কক আর ভারনন ফিল্যান্ডারের মতো তারকারা সাজঘরে ফিরেছেন শূন্য হাতে। ভারতের হয়ে দারুণ বোলিং করেছেন ইশান্ত শর্মা আর রবিচন্দ্রন অশ্বিন। ৬ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেছেন প্রোটিয়া ওপেনার মার্করাম। আরেক ওপেনার ডিন এলগার আউট হন ৩১ রানে। দুঃখজনকভাবে রানআউটের ফাঁদে পড়ে ব্যক্তিগত ৮২ রানে সাজঘরে ফেরেন হাশিম আমলা। অর্ধশতক হাঁকিয়ে দলীয় স্কোর তিন শ’ পার করেন ডুপ্লেসিস। এছাড়া এবি ডি ভিলিয়ার্স ২০, কেশব মহারাজ ১৮, কাগিসো রাবাদা ১১ রান করে আউট হন। ভারতের হয়ে ৪ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। ইশান্ত শর্মার শিকার সংখ্যা ৩।
×