ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

৩২ বলে সেঞ্চুরি- গেইলের পর পন্থ

প্রকাশিত: ০৭:০৫, ১৫ জানুয়ারি ২০১৮

৩২ বলে সেঞ্চুরি- গেইলের পর পন্থ

স্পোর্টস রিপোর্টার ॥ ভারতের ঘরোয়া টি২০ প্রতিযোগিতা সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ৩২ বলে সেঞ্চুরি করেছেন দিল্লীর উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থ। রবিবার দিল্লীর ফিরোজ শাহ কোটলায় হিমাচল প্রদেশের বিপক্ষে ৩৮ বলে অপরাজিত ১১৬ রানের টর্নেডো ইনিংস খেলার পথে ৩২ বলে সেঞ্চুরি পূর্ণ করেন পন্থ। ক্লাব টি২০তে এটি দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। ২০১৩ আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ৩০ বলে সেঞ্চুরির বিশ্ব রেকর্ডটা ক্রিস গেইলের দখলে। ভারতীয় রেকর্ড ঠিকই ভেঙ্গেছেন পন্থ। যে কোন ধরনের টি২০তে ভারতীয় ব্যাটসম্যানের আগের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল রোহিত শর্মার। গত ডিসেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। যেটি আবার আন্তর্জাতিক টি২০তে ডেভিড মিলারের সঙ্গে যৌথভাবে রেকর্ড দ্রততম। ১০ উইকেটের বিশাল জয়ের পথে ১৪৫ রানের লক্ষ্যটা ৮.২ ওভারেই পেরিয়ে গেছে দিল্লী। পন্থের ১১৬ রানের ১০৪-ই এসেছে বাউন্ডারি থেকে। ইনিংসটিতে ছিল ১২টি ছক্কা ও ৮টি চারের মার। অথচ অপর প্রান্তে অপরাজিত ৩০ রান করতে জাতীয় তারকা গৌতম গাম্ভীরের বল খেলতে হয়েছে ৩৩টি।
×