ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্প্যানিশ লা লিগা, শিরোপার আশা অনেকটাই শেষ বর্তমান চ্যাম্পিয়নদের, তবু হাল ছাড়লেন না কোচ জিনেদিন জিদান, এ্যাটলেটিকোর ঘাম ঝরানো জয়, রিয়াল মাদ্রিদ ০-১ ভিয়ারিয়াল, এইবার ০-১ এ্যাটলেটিকো মাদ্রিদ

অমার্জনীয় ব্যর্থতায় লজ্জার রেকর্ড রিয়ালের

প্রকাশিত: ০৭:০৫, ১৫ জানুয়ারি ২০১৮

অমার্জনীয় ব্যর্থতায় লজ্জার রেকর্ড রিয়ালের

স্পোর্টস রিপোর্টার ॥ গত বছর পাঁচ পাঁচটি শিরোপা জয় করেছে রিয়াল মাদ্রিদ। নিজেদের ক্লাব ইতিহাসের সেরা সাফল্যও পেয়েছে। কিন্তু চলমান মৌসুমে সবদিকেই খাবি খাচ্ছে জিনেদিন জিদানের দল। এবার পাঁচটি দূরে থাক, একটি শিরোপাও শোকেসে ওঠে কিনা সন্দেহ। এর মধ্যে লা লিগার শিরোপা ধরে রাখার শেষ সম্ভাবনাটুকুও হয়তো বিলীন হয়ে গেল। শনিবার রাতে ঘরের মাঠেই যে ভিয়ারিয়ালের কাছে ১-০ গোলে হেরে গেছে রিয়াল মাদ্রিদ। এক হারেই লজ্জার রেকর্ড গড়েছে গ্যালাক্টিকোরা। এই প্রথম সান্টিয়াগো বার্নাব্যুতে ভিয়ারিয়ালের কাছে হেরেছে তারা। আরেক ম্যাচে এইবারকে ১-০ গোলে হারিয়ে স্বস্তির জয় পেয়েছে এ্যাটলেটিকো মাদ্রিদ। এই হারে টেবিলের শীর্ষে থাকা বার্সিলোনার থেকে ১৬ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে পড়াও নিশ্চিত হয়ে গেছে রিয়ালের। রবিবার রাতে রিয়াল সোসিয়েদাদের বিরুদ্ধে বার্সা জয় পেলে ব্যবধান বেড়ে দাঁড়াবে ১৯। দ্বিতীয় স্থানে থাকা নগর প্রতিদ্বন্দ্বী এ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে রিয়ালের পয়েন্টের ব্যবধান এখন ১০। এইবারের বিপক্ষে কেভিন গামেইরোর ২৭ মিনিটের একমাত্র গোলে জয় পেয়েছে দিয়াগো সিমিওনের দল। ১৮ ম্যাচে রিয়ালের পয়েন্ট মাত্র ৩২। এই ম্যাচে হারের জন্য ভাগ্যকেও দুষতে পারে রিয়াল। ম্যাচে একাধিক সহজ সুযোগ হাতছাড়া করার মাশুলই গুনতে হয়েছে তাদের। ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল খেলে স্বাগতিকরা। ১৩ মিনিটেই ভিয়ারিয়ালের জাল কাঁপায় তারা। কিন্তু গ্যারেথ বেলের সেই গোল বাতিল হয় অফসাইডে। সে দুঃখ ১৮ মিনিটেই ভুলতে পারত বার্নাব্যু। কিন্তু বক্সের অনেক বাইরে থেকে নেয়া মার্সেলোর শটটা অসাধারণ এক পাঞ্চে ফিরিয়ে দেন ভিয়ারিয়াল গোলরক্ষক এসেনহো। ২২ মিনিটে এসেনহোর সঙ্গে হাত মেলায় ক্রসবার। রোনাল্ডোর নেয়া ফ্রি কিক এসেনহোর হাতও আটকাতে পারেনি, বারও বাধা হয়ে গোলবঞ্চিত করল রিয়ালকে। এরপরও অনেকগুলো সুযোগ পেয়েছে রিয়াল। কিন্তু কাজে লাগাতে পারেনি একটিও। ম্যাচটি শেষ হতে যাচ্ছিল গোলশূন্যভাবেই। কিন্তু ৮৭ মিনিটে পাবলো ফোরনালস গোল করে ভিয়ালিয়ালকে ইতিহাস গড়া জয় উপহার দেন। ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান বলেন, এই জয়টা আমাদের প্রাপ্য ছিল না। আমরা অনেকগুলো ভাল সুযোগ পেয়েছি। কিন্তু সেগুলো মোটেই কাজে লাগাতে পারিনি। পুরো ম্যাচে রিয়াল ৩০টি শট করেছে, কিন্তু কোনটাতেই গোলের দেখা পায়নি। আক্রমণভাগে সবচেয়ে ব্যর্থ ছিলেন রোনাল্ডো। এ প্রসঙ্গে জিদান বলেন, যা কিছু করার আমরা করার চেষ্টা করেছি। কিন্তু গোল না পাবার পিছনে কোন ব্যাখ্যা দিতে চাই না। কোনকিছুর জন্যই আমি আমার খেলোয়াড়দের সমালোচনা করতে চাই না। এটা একটি বাজে রাত ছিল আমাদের জন্য, এর থেকে বেশি কিছু না। আমরা সবকিছু করেছি। ম্যাচে গোলের অনেক সুযোগও পেয়েছি কিন্তু বল জালে জড়াতে চায়নি। আপনি এটার ব্যাখ্যা করতে পারবেন না। যে বাজে সময়টা চলছে তা আমার খেলোয়াড়দের জন্য কঠিন। ফরাসী কিংবদন্তি বলেন, আমরা সবভাবে গোলের জন্য চেষ্টা করেছি কিন্তু বল ভেতরে যেতে চায়নি। আমি এটার ব্যাখ্যা করতে পারি না। আমি যেটা বলতে পারি তা হচ্ছে, বৃহস্পতিবার হোক, রবিবার হোক, আমাদের আরেকটা ম্যাচ আছে এই বাজে যাত্রা থামানোর। এ নিয়ে লীগে টানা তিন ম্যাচ জয়শূন্য রিয়াল। গত ২৩ ডিসেম্বর বার্সিলোনার কাছে ঘরের মাঠে ৩-০ গোলে হারের পর গত সপ্তাহে সেল্টা ভিগোর মাঠে ২-২ ড্র করে তারা। এরপরও আশাবাদী জিদান বলেন, এটা বাজে একটা মুহূর্ত। এর বেশি কিছু নয়। এই ধাক্কায় আমরা কষ্ট পাচ্ছি কিন্তু সামনে এগিয়ে যাওয়ার, লড়াই করার মানসিকতার বদল আমরা করতে যাচ্ছি না। যখন আপনি জিতবেন না, তখন সেটা আপনাকে মানসিকভাবে পীড়া দেবে। কিন্তু আমরা রিয়াল মাদ্রিদ। এখনও জীবন, আশা আছে।
×