ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যৌন হয়রানিতে বাধা

আহত যুবকের মৃত্যু, প্রতিবাদে তিন বাড়িতে আগুন

প্রকাশিত: ০৬:৩৩, ১৫ জানুয়ারি ২০১৮

আহত যুবকের মৃত্যু, প্রতিবাদে তিন বাড়িতে আগুন

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সোনারগাঁ উপজেলায় যৌন হয়রানিতে বাধা দেয়ায় মিন্টু মিয়া (২৫) নামে এক তরুণকে পিটিয়ে হত্যা করেছে বখাটেরা। রবিবার সকালে মিন্টু মিয়া ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। গত শুক্রবার সকালে বখাটেরা মিন্টু মিয়াকে পিটিয়ে গুরুতর আহত করে। এ ঘটনার জের ধরে অভিযুক্তদের বাড়িঘরে অগ্নিসংযোগ করেছে নিহতের আত্মীয়-স্বজনরা। জানা গেছে, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর গ্রামে এক কলেজ ছাত্রীকে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করত পার্শ¦বর্তী গ্রামের রফিক মিয়া। বুধবার সকালে কলেজে যাওয়ার পথে জাকির হোসেন ওই ছাত্রীর পথরোধ করে কুরুচিপূর্ণ উক্তি ছুড়ে দেয়। এ ঘটনাটি ওই ছাত্রী তার বাবা মোতাহার ও মামাতো ভাই মিন্টু মিয়াকে অবহিত করে। পরে মিন্টু মিয়া জাকির হোসেনকে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতে নিষেধ করেন। এ ঘটনার জের ধরে শুক্রবার সকালে মিন্টু মোগরাপাড়া চৌরাস্তা এলাকা থেকে বাড়ি ফেরার পথে ওঁৎপেতে থাকা জাকির ও তার সহযোগীরা পথরোধ করে রিক্সা থেকে মিন্টুকে নামিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে ফেলে রেখে পালিয়ে যায়। মিন্টু মিয়ার নিহত হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে তার স্বজন ও এলাকাবাসী উত্তেজিত হয়ে অভিযুক্তের তিনটি বাড়িঘর ভাংচুর করে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়।
×