ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে শিশু অপহরণের দায়ে তিনজনের যাবজ্জীবন

প্রকাশিত: ০৬:৩১, ১৫ জানুয়ারি ২০১৮

চট্টগ্রামে শিশু অপহরণের দায়ে তিনজনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে চার বছরের এক শিশুকে অপহরণের অপরাধে ৩ আসামিকে যাবজ্জীবন কারাদ- প্রদান করেছে একটি আদালত। এছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদ- প্রদান করা হয়। তবে অপরাধ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস পেয়েছে এক আসামি। রবিবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোতাহির আলী এ আদেশ প্রদান করেন। আদালত সূত্রে জানা যায়, দ-িতরা হচ্ছেন হারাধন নাথ (৫৮), শেফালি বেগম (৪৫) এবং আবদুল আজিজ (৫৪)। এরমধ্যে প্রথম দুজন পলাতক রয়েছেন। খালাস পেয়েছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ওয়ার্ডবয় হিসেবে কর্মরত শফিউল আজম। উল্লেখ্য, ২০০৯ সালের ১৫ জানুয়ারি বিকেলে ছেলের সঙ্গে নাস্তা করার কথা বলে চার বছরের শিশু রাকিব চৌধুরীকে নিয়ে যান হারাধন নাথ। এরপর তাকে বিক্রি করে দেয়া হয় চমেক হাসপাতালের সামনে শেফালি বেগম নামের এক ভাসমান আয়ার কাছে। মামলার আসামি আবদুল আজিজের সঙ্গে পরিচয় ছিল বাদী মিজবাহুল ইসলামের। সে সূত্রে শিশুটিকে অপহরণ করে আসামিরা।
×