ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে যৌতুকের বলি দুই সন্তানের জননী

প্রকাশিত: ০৬:৩০, ১৫ জানুয়ারি ২০১৮

বাগেরহাটে যৌতুকের বলি দুই সন্তানের জননী

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মাদকাসক্ত স্বামী সিদ্দিক পাইকের (২৫) বিরুদ্ধে স্ত্রী খাদিজা বেগমকে(২২) নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার বিকেলে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে। খাদিজা কচুয়া উপজেলার ধোপাখালি ইউনিয়নের শিরোখালী গ্রামের আব্দুল মালেকের মেয়ে। শনিবার রাতে পার্শ্ববর্তী আড়িয়া মর্দন গ্রামের সিদ্দিক তার স্ত্রীকে যৌতুকের জন্য নির্যাতন করে হত্যার পর মুখে বিষ ঢেলে দেয় বলে খাদিজার স্বজনরা অভিযোগ করেছেন। নিহত খাদিজার ফাতেমা(৫) ও ইমন(৩) নামে দুটি সন্তান রয়েছে। খাদিজার ছোট ভাই আবুবক্কর জানান, নয় বছর আগে আড়িয়া মর্দন গ্রামের খলিল পাইকের ছেলে সিদ্দিকের সঙ্গে আমার বোনের বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় যৌতুকের জন্য সিদ্দিক আমার বোনের ওপর শারীরিক ও মানসিক অত্যাচার করত। শনিবার রাতে সিদ্দিক খাদিজাকে বেদম মারধর করে। মুখে বিষ ঢেলে দেয়। পরে সিদ্দিকের পরিবারের লোকেরা খাদিজাকে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে আসে। তখন সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ব্রাহ্মণবাড়িয়ায় যুবক স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া থেকে জানান, নবীনগরে দুর্বৃত্তদের গুলিতে শামীম সরকার (২৬) নামে এক যুবক নিহত হয়েছে। সে উপজেলার চরলাপাং গ্রামের আলমাস সরকারের পুত্র। পুলিশ জানায়, নরসিংদী জেলার রায়পুর থানায় বিভিন্ন সময় সংঘটিত অপরাধের পর অপরাধীরা পাশ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার প্রত্যন্ত চরলাপাং গ্রামে অবস্থান করে। এ খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত রাজু আহমেদ পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের নিয়ে রবিবার বিকেলে চরলাপাং গ্রামে যায়। তারা আগত সন্ত্রাসীদের এ গ্রামে আশ্রয় না দিতে অনুরোধ জানায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, পুলিশ যাওয়ার কিছুক্ষণের মধ্যেই মেঘনা নদী দিয়ে চরলাপাং গ্রামের দক্ষিণ দিক থেকে ৩/৪টি ইঞ্জিনচালিত নৌকা দিয়ে বেশ কিছ লোক এসে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এতে শামীম আহত হয়। অন্তত ৫০ রাউন্ড গুলিবর্ষণ করে বলে স্থনীয় সূত্র জানায়। আহত অবস্থায় শামীমকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে সেখানে সে মারা যায়। সিলেটে যুবকের মৃত্যু নিয়ে রহস্য স্টাফ রিপোর্টার সিলেট অফিস থেকে জানান, গোলাপগঞ্জ পৌর এলাকার রণকেলী উত্তরের বনবাড়িতে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়। পুলিশ প্রাথমিকভাবে আত্মহত্যা ধারণা করলেও পরিবারের লোকজন দাবি করেছেন এটি পরিকল্পিত হত্যা। রবিবার ভোরে পৌর এলাকার রণকেলী উত্তরের বনবাড়িতে এ ঘটনাটি ঘটে।
×