ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ত্রিশালে যুবকের লাশ নিয়ে থানা ঘেরাও

প্রকাশিত: ০৬:২৮, ১৫ জানুয়ারি ২০১৮

ত্রিশালে যুবকের লাশ নিয়ে থানা ঘেরাও

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ত্রিশালে পুলিশের ধাওয়া খেয়ে বিলে ডুবে নিখোঁজ যুবক সজিবের লাশ উদ্ধারের পর রবিবার ত্রিশাল থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে উত্তেজিত জনতা। পরে ত্রিশাল পৌর মেয়র এবিএম আনিসুজ্জামানের আশ্বাসে পরিস্থিতি শান্ত হয়। গত শুক্রবার সন্ধ্যার দিকে তাস খেলার সময় থানা পুলিশের ধাওয়া খেয়ে ত্রিশাল পৌর এলাকার সাইফুল ইসলামের পুত্র সজিব স্থানীয় শুকনি বিলে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ জানায়, গার্মেন্টস কর্মী সজিব শুক্রবার ত্রিশালের বাড়িতে এসে সন্ধ্যার দিকে বন্ধুদের সঙ্গে শুকনি বিলের পাড়ে বসে তাস খেলছিল। এ সময় এলাকাবাসীর অভিযোগে পুলিশ তাদের ধাওয়া দিলে সজিব বিলে ঝাঁপ দেয়। এর পর থেকে সজিব নিখোঁজ ছিল। রবিবার দুপুরের দিকে এলাকাবাসী সজিবের লাশ উদ্ধার করে। অভিযোগ পুলিশের ধাওয়া খেয়ে বিলের পানিতে ডুবে মারা যায় সজিব। এ নিয়ে পুলিশের বিরুদ্ধে এলাকাবাসী গাফিলতির অভিযোগ করেন। রবিবার সজিবের লাশ নিয়ে উত্তেজিত এলাকাবাসী ত্রিশাল থানা ঘেরাও করলে পুলিশ লাঠিচার্জ করে জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। পরে ক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা ময়মনসিংহ ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম জানান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
×