ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাগেরহাটে খানাখন্দে ভরা যাত্রাপুর-বারুইপাড়া সড়ক ॥ ভোগান্তি

প্রকাশিত: ০৬:২৭, ১৫ জানুয়ারি ২০১৮

বাগেরহাটে খানাখন্দে ভরা যাত্রাপুর-বারুইপাড়া  সড়ক ॥ ভোগান্তি

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ সদর উপজেলার যাত্রাপুর ও বারুইপাড়া ইউনিয়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রধান সংযোগ সড়কটির অবস্থায় এখন বেহাল। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের আওতায় নির্মিত এ সড়কটি খানাখন্দে ভরা চলাচলের প্রায় অযোগ্য হয়ে পড়েছে। যাত্রাপুর বাজার থেকে বারুইপাড়া ইউনিয়নের কার্তিকদিয়া বাজার পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার এলাকায় এ সড়কটিতে রয়েছে ছোট বড় অসংখ্য গর্ত। অধিকাংশ অংশে থেকে পিচ ওঠে গেছে। ফলে ভোগান্তি শিকার হচ্ছেন কমপক্ষে ১৫ গ্রামের মানুষ। প্রায় প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। তাই স্থানীয় এলাকাবাসীসহ জনপ্রতিনিধিরা দ্রুত জনগুরুত্বপূর্ণ এ সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন। সরেজমিনে কথা হয় স্থানীয় বাসিন্দা বারুইপাড়া কার্তিকদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধা ইনতাজ উদ্দিন শেখের সঙ্গে। তিনি বলেন, দীর্ঘদিন খনাখন্দে ভরা এ সড়কটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও কোন সংস্কার কাজ করা হয়নি। অহরহ ঘটছে দুর্ঘটনা। গতকাল রাতেও একটি অটোরিক্সা গর্তে পড়ে উল্টে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছেন। আমরা স্থানীয় ইউপি চেয়ারম্যানকে রাস্তাটি সংস্কারের জন্য বারবার বলছি, তারপরও কোন কাজ হচ্ছে না।’ নসিমন চালক জব্বার শেখ বলেন, প্রায় প্রতিদিনই এ রাস্তা দিয়ে আমাদের যাতায়াত করতে হয়। রাস্তাটি খানাখন্দে থাকার কারণে ছোটখাটো দুর্ঘটনার শিকার হতে হয়। কখনো আবার গর্তে পড়ে গাড়ি ক্ষয়ক্ষতি শিকার হয়। বারুইপাড়া ইউনিয়নের কাটাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শেখ সহর আলী বলেন, ইউনিয়রবাসীর যাতায়াতের একমাত্র মাধ্যম গুরুত্বপূর্ণ এ সড়কটির প্রায় ৬ কি.মি. খানাখন্দে ভরা। আমি এলাকাবাসীর পক্ষে এ সড়কটির সংস্কার কাজ করার জন্য বাগেরহাট-২ আসনের এমপি, সদর উপজেলা চেয়ারম্যান, সদর উপজেলা প্রকৌশলীসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে ধর্ণা দিয়েও কোন প্রতিকার পাইনি। ইউনিয়নবাসীর পক্ষে আমি দ্রুত এ রাস্তাটি সংস্কারের দাবি জানাচ্ছি। এ বিষয়ে বারুইপাড়া ইউপি চেয়ারম্যান সরোয়ার মোড়ল বলেন, স্থানীয় এলাকাবাসী গুরুত্বপূর্ণ এ সড়কটি মেরামতের জন্য আমাকে একাধিকবার জানিয়েছেন। আমিও বিষয়টি সংশ্লিষ্ট দফতরে অবহিত করেছি। আশা করছি দ্রুত এ সড়কটির সংস্কার কাজ শুরু হবে। এ বিষয়ে বাগেরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলী শাহাদাত হোসেন জানান, সড়কটির সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আশা করছি শীঘ্রই এ সড়কের কাজ শুরু করা হবে।
×