ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

খানাভিত্তিক তথ্য সংগ্রহের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু

প্রকাশিত: ০৫:২৪, ১৫ জানুয়ারি ২০১৮

খানাভিত্তিক তথ্য সংগ্রহের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) খানাভিত্তিক তথ্য সংগ্রহের প্রকল্প ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেজের (এনএইচডি) দ্বিতীয় পর্যায়ে কাজ শুরু হয়েছে। রবিবার থেকে একযোগে দেশের ২৫ জেলায় এ কার্যক্রম শুরু হয়। এ উপলক্ষে সচেতনতা ও সবার অংশগ্রহণ নিশ্চিত করতে রাজধানীতে কেন্দ্রীয়ভাবে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করে বিবিএস। সকালে শাহবাগে বেলুন উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব কেএম মোজাম্মেল হক। এ সময় সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঘোড়ার গাড়ি ও রিক্সার র‌্যালিটি ফার্মগেট হয়ে আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবনের সামনে গিয়ে শেষ হয়। এর আগে জানানো হয়, রবিবার থেকে শুরু হওয়া তথ্য সংগ্রহ কার্যক্রম চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। এ পর্যায়ে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সকল জেলা এবং ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলাসহ ২৫ জেলায় ১ কোটি ৬০ লাখ খানা বা পরিবারের তথ্য সংগ্রহ করা হবে। প্র্রকল্পের আওতায় দেশব্যাপী সকল খানা (হাউজহোল্ড) ও এর সদস্যদের আর্থ-সামাজিক তথ্য সংগ্রহ করে তৈরি করা হবে জাতীয় ডাটাবেজ। ফলে সরকারের চলমান সামাজিক নিরাপত্তা কর্মসূচীগুলোর উপকারভোগী নির্বাচনসহ বিভিন্ন ক্ষেত্রে পরিকল্পনা প্রণয়ন সহজ হবে। তিন পর্যায়ে সারাদেশ থেকে প্রায় ৩ কোটি ৬০ লাখ খানা থেকে সাক্ষাতকারের জন্য সরাসরি তথ্য সংগ্রহ করা হবে। এ তথ্য সংগ্রহ কার্যক্রমে সকলের অংশগ্রহণ ও সহযোগিতা চেয়েছে বিবিএস। এদিকে, জাতীয় খানা তথ্যভা-ার শুমারি উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
×