ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জনগুরুত্বপূর্ণ নোটিস দিয়েও সংসদে থাকেন না সংসদ সদস্যরা

প্রকাশিত: ০৫:২৪, ১৫ জানুয়ারি ২০১৮

জনগুরুত্বপূর্ণ নোটিস  দিয়েও সংসদে থাকেন না  সংসদ সদস্যরা

সংসদ রিপোর্টার ॥ জরুরী জনগুরুত্বপূর্ণ বিষয়ে মন্ত্রীর মনোযোগ আকর্ষণের নোটিস দিয়ে অধিবেশনে এমপিদের গরহাজির ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। নোটিস দিলেও অধিবেশনে থাকেন না সংসদ সদস্যরা। কার্যপ্রণালী বিধির (বিধি-৭১) আওতায় প্রায় প্রতিদিনই ১৫ থেকে ২০ জন সংসদ সদস্য নোটিস জমা দেন। নোটিসের ওপর দুই মিনিটের বক্তব্য রাখতে স্পীকার সংসদ সদস্যদের সুযোগ দেন। কিন্তু রবিবার নোটিসদাতা ১৫ জন সংসদ সদস্যের মধ্যে ১১ জনই ছিলেন অনুপস্থিত। একজন সংসদ সদস্য যে কোন গুরুত্বপূর্ণ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে নোটিস দেয়ার বিধান রয়েছে সংসদের কার্যপ্রণালী বিধিতে। নোটিসে ওই সংসদ সদস্য মন্ত্রীর যথাযথ ব্যবস্থা নেয়ার জবাবও পেতে পারেন। রবিবার রাতে সংসদ অধিবেশনে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব শেষ করে স্পীকারের আসনে থাকা ডেপুটি স্পীকার ফজলে রাব্বি মিয়া বিধি-৭১-এর আওতায় আনীত নোটিসের ওপর আলোচনার জন্য সংসদ সদস্যদের নাম ঘোষণা করতে থাকেন। ১৫ জন নোটিসদাতার মধ্যে ১১ জনই ছিলেন অনুপস্থিত।
×