ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পুঠিয়ার রাজাকার ফিরোজ খাঁর বিরুদ্ধে রিপোর্ট চূড়ান্ত

প্রকাশিত: ০৫:২৩, ১৫ জানুয়ারি ২০১৮

পুঠিয়ার রাজাকার ফিরোজ খাঁর বিরুদ্ধে রিপোর্ট  চূড়ান্ত

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরে মুক্তিযুদ্ধের সময় হত্যা, নির্যাতন, অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগের মতো মানবতাবিরোধী অপরাধের অভিযোগে রাজশাহীর পুঠিয়ার রাজাকার আব্দুস সামাদ মুসা ওরফে ফিরোজ খাঁর (৬১) বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার এ প্রতিবেদনটি চলতি বছরে প্রথম। আর এটি তদন্ত সংস্থার ৫৮তম তদন্ত প্রতিবেদন। আব্দুস সামাদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছে। প্রতিবেদনে ৪০৯ পৃষ্ঠার নথিপত্র রয়েছে। রবিবার ধানম-ির তদন্ত সংস্থার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান। এ সময় উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ কর্মকর্তা সানাউল হক ও মামলার তদন্ত কর্মকর্তা ফারুক হোসেন। প্রতিবেদনটি রবিবারই প্রসিকিউশন শাখায় জমা দিয়েছে তদন্ত সংস্থা। আসামি আব্দুস সামাদের বিরুদ্ধে চার সাঁওতালসহ ১৫ জনকে হত্যা, ২১ জনকে নির্যাতন ছাড়াও অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগের মতো যুদ্ধাপরাধের মতো অভিযোগ রয়েছে। একাত্তরে মুক্তিযুদ্ধের সময় পুঠিয়ার ভালুকগাছি ইউনিয়নের শান্তি কমিটির চেয়ারম্যান নুরুল ইসলামের (মৃত) নেতৃত্বে রাজাকার বাহিনীর হয়ে এ আসামি পুঠিয়া ও দুর্গাপুর এলাকায় এসব অপরাধ ঘটায়।
×