ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মোবাইল ফোনে ফোরজি লাইসেন্সে আর বাধা নেই

প্রকাশিত: ০৪:৫৮, ১৫ জানুয়ারি ২০১৮

মোবাইল ফোনে ফোরজি  লাইসেন্সে আর বাধা নেই

স্টাফ রিপোর্টার ॥ ফোরজি লাইসেন্স এবং তরঙ্গ নিলামের আবেদন চেয়ে বিটিআরসির বিজ্ঞপ্তি আটকে দেয়া হাইকোর্টের আদেশ স্থগিতই রেখেছে সুপ্রীমকোর্টের আপীল বিভাগ। একই সঙ্গে ওই বিজ্ঞপ্তি নিয়ে হাইকোর্ট যে রুল দিয়েছিল তা ২৮ ফেব্রুয়ারির মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়েছে। দায়িত্বরত প্রধান বিচারপতি মোঃ আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ বিচারকের আপীল বেঞ্চ রবিবার এ আদেশ প্রদান করেছেন। এর ফলে বিটিআরসির বিজ্ঞপ্তির ভিত্তিতে ফোরজি লাইসেন্স এবং তরঙ্গ নিলামের প্রক্রিয়া এগিয়ে নিতে আপাতত কোন আইনী বাধা থাকল না বলে জানান এ মামলার আইনজীবীরা। আদালতে বিটিআরসির পক্ষে শুনানি করেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অন্যদিকে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী রোকন উদ্দীন মাহমুদ ও সঙ্গে ছিলেন রমজান আলী শিকদার। ১১ জানুয়ারি বৃহস্পতিবার সকালে ফোরজি লাইসেন্সিং গাইডলাইন এবং তরঙ্গ নিলামের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) আবেদন আহ্বান করে জারি করা বিজ্ঞপ্তি স্থগিত করেন হাইকোর্ট। বাংলা-লায়ন কমিউনিকেশন্সের পক্ষে রিট আবেদন করা হলে তার শুনানি নিয়ে হাইকোর্ট ওই আদেশ দেন। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ওইদিন দুপুরেই বিটিআরসি আবেদন করে। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেলে চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন হাইকোর্টের আদেশ স্থগিত করে রবিবার এ বিষয়ে শুনানির জন্য আপীল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানো হয়। ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিব বলেন, হাইকোর্টের আদেশ স্থগিত করেছিলেন চেম্বার আদালত। রবিবার এ স্থগিতাদেশ বহাল রেখে হাইকোর্টে রুল নিষ্পত্তি করতে আদেশ দিয়েছেন আপীল বিভাগ। ফলে ফোরজি লাইসেন্সিং নিয়ে বিটিআরসির কার্যক্রমে আর কোন বাধা নেই। ৪ ডিসেম্বর ফোরজি লাইসেন্সের আবেদন চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে নিয়ন্ত্রক সংস্থা। তরঙ্গ নিলামের জন্য সেখানে ১৩ ফেব্রুয়ারি দিন রেখে ১৪ জানুয়ারির মধ্যে আগ্রহীদের আবেদন জমা দিতে বলা হয়। সে অনুযায়ী বিটিআরসির বিজ্ঞপ্তিতে ফোরজি লাইসেন্স এবং তরঙ্গ নিলামে অংশ নিতে আগ্রহীদের আবেদনের সময় শেষ হচ্ছে আজ-ই। অনুমোদিত নীতিমালায় বলা হয়, ফোরজি লাইসেন্সের জন্য নিলাম হবে না। আবেদন করে নির্দিষ্ট অর্থ জমা দিয়ে লাইসেন্স নেয়া যাবে। আর ফোরজি তরঙ্গ বরাদ্দ পেতে অংশ নিতে হবে নিলামে। বিটিআরসির ওই বিজ্ঞপ্তি ২০০৮ সালের ব্রডব্যান্ড গাইডলাইন্সের সঙ্গে সাংঘর্ষিক- এমন যুক্তি দিয়ে বাংলা-লায়ন কমিউনিকেশন্স লিমিটেড বৃহস্পতিবার হাইকোর্টে রিট আবেদন করে। এ বিষয়ে শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের হাইকোর্ট বেঞ্চ দুপুরে বিটিআরসির ওই বিজ্ঞপ্তি স্থগিত করে দেন। সেই সঙ্গে বিটিআরসির ওই বিজ্ঞপ্তি কেন ২০০৮ সালের ওয়্যারলেস ব্রডব্যান্ড নীতিমালার ৪.০২, ৪.০৬ (৩) দফা এবং ২০১৭ সালের ফোরজি নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক ও অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট।
×