ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সম্মাননা পাচ্ছেন গাজী মাজহারুল আনোয়ার-সারাহ বেগম কবরী

প্রকাশিত: ০৪:৩০, ১৫ জানুয়ারি ২০১৮

সম্মাননা পাচ্ছেন গাজী মাজহারুল আনোয়ার-সারাহ বেগম কবরী

সংস্কৃতি ডেস্ক ॥ স্যাটেলাইট চ্যানেল এসএটিভির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ও গীতিকার গাজী মাজহারুল আনোয়ার এবং বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরীকে আজীবন সম্মননা দেয়া হচ্ছে। প্রতিবছর দেশের শিল্প সাহিত্য, সংস্কৃতি অঙ্গনসহ বিভিন্ন ক্ষেত্র থেকে মনোনয়ন করে গুণী মানুষকে তাঁর জীবনব্যাপী কর্ম সাফল্যের স্বীকৃতিস্বরূপ আজীবন সম্মাননা পুরস্কার দিয়ে থাকে এসএটিভি । এরই ধারাবাহিকতায় এ বছরও এসএটিভি প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এই দুই গুণী ব্যক্তিকে শ্রদ্ধা ও ভালবাসা জানিয়ে বিশেষ সম্মাননা প্রদান করা হচ্ছে বলে জানা গেছে। এ উপলক্ষে এস এ গ্রুপ এবং এসএটিভির প্রধান কো-অর্ডিনেটর হাসান মঞ্জুর জানান গুণীজন সম্মাননার পাশাপাশি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনপ্রিয় শিল্পীদের নিয়ে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে চ্যানেলটি। তিনি জানান ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৮ জানুয়ারি দিবাগত রাত ১২-০১ মিনিটে কেক কেটে এসএটিভির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করবেন এসএটিভির ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ। ১৯ জানুয়ারি সকাল ১০টা থেকে এসএটিভির মূল ভবনের প্রাঙ্গণে (বাড়ী-৪৭, সড়ক-১১৬, গুলশান-১) শিল্প-সাস্কৃতিক অঙ্গনের বরেণ্য ব্যক্তিরাসহ নানা পেশার মানুষের উপস্থিতিতে এসএটিভির প্রাঙ্গণ উৎসবমুখর থাকবে। প্রসঙ্গত, বাংলাদেশের অন্যতম তৃতীয় প্রজন্মের এইচডি স্যাটেলাইট চ্যানেল এসএটিভি। আগামী ১৯ জানুয়ারি এসএটিভির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী। ৫টি বছর অতিক্রান্ত করে ৬ষ্ঠ বর্ষে পদার্পণ করতে যাচ্ছে এসএটিভি। বাংলাদেশের বেসরকারী টিভি চ্যানেলগুলোর মধ্যে এসএটিভি ইতোমধ্যে দর্শক হৃদয়ে স্থান করে নিয়েছে।
×