ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সোহেল আহমেদের ‘সবাই চলে গেছে’ এ্যালবামের প্রকাশনা

প্রকাশিত: ০৪:৩০, ১৫ জানুয়ারি ২০১৮

সোহেল আহমেদের ‘সবাই চলে গেছে’ এ্যালবামের প্রকাশনা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বাংলামোটরের বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে শনিবার সন্ধ্যায় কণ্ঠশিল্পী সোহেল আহমেদের ‘সবাই চলে গেছে’ শিরোনামের একক এ্যালবামের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিল্পী সোহেল আহমেদ সঙ্গীত পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন। লেজার ভিশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কম্পট্রোলার এ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) অব বাংলাদেশ মাসুদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (প্ল্যানিং এ্যান্ড প্রোগ্রাম) মোঃ শফিউদ্দিন শিকদার, স্বনামধন্য গীতিকবি কবি খোশনুর, লেজার ভিশনের ব্যবপস্থাপনা পরিচালক মাজহারুল ইসলামসহ আরও অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেজার ভিশনের চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমান । অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ইসরাত জাহান। শিল্পী সোহেল আহমেদের আধুনিক গানের এ্যালবাম ‘সবাই চলে গেছে’। এ্যালবামে মোট ১৮টি গান রয়েছে। এ্যালবামের গানগুলোর কথা লিখেছেন- সুব্রত সেনগুপ্ত, কাজলী আহ্মেদ, পুলক রঞ্চন, ওসমান শওকত, কে এস এম আনোয়ার হোসেন, ধীর আলী তালুকদার, সোহেল আহ্মেদ, এম এ হামিদ রুমী, মোঃ শফিউদ্দিন শিকদার, কবি খোশনূর, আবু হেনা মোস্তফা কামাল, নুরুজ্জামান শেখ, খাজা সুজন। সুর করেছেন- মোঃ শাহ্নেওয়াজ , বদরুল আলম বকুল, রবীন্দ্রনাথ সরকার, সত্য সাহা, জালাল আহ্মেদ, এএইচএম রফিক, মুনছুর আহ্মেদ, মুহাম্মদ আলী সিদ্দিকী, লোকমান হাকিম, মোঃ ইসহাক, আনোয়ার জাহান নান্টু, সুবল দাস, মুহাম্মদ খুরশীদ আনোয়ার, মোঃ সেলিম রেজা, অনুপ ভট্টাচার্য। ‘সবাই চলে গেছে’ এ্যালবাম প্রসঙ্গে শিল্পী সোহেল আহমেদ বলেন আমার অনেক দিনের ইচ্ছা ছিল মৌলিক একটি আধুনিক গানের এ্যালবাম প্রকাশ করার, আজ আমার সেই স্বপ্ন সত্যি হয়েছে জেনে আমি খুবই আনন্দিত। আশা করি গানগুলো সবধরনের শ্রোতাদের কাছে ভাল লাগবে।
×