ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘গুণজান বিবির পালা’ নিয়ে আজ ভারত যাচ্ছে পদাতিক

প্রকাশিত: ০৪:২৮, ১৫ জানুয়ারি ২০১৮

‘গুণজান বিবির পালা’ নিয়ে আজ ভারত যাচ্ছে পদাতিক

স্টাফ রিপোর্টার ॥ পদাতিক নাট্য সংসদের ৪০তম প্রতিষ্ঠাবিার্ষিকী আগামী ২১ জানুয়ারি। বছরের শুরুতে প্রতিষ্ঠাবার্ষিকীর মাসে দেশ ও দেশের বাইরে পদাতিকের ৩টি নাটকের ৬টি প্রদর্শনী হওয়ার কথা রয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী ১৭ জানুয়ারি ভারতে ‘গুণজান বিবি পালা’ নাটকের বিশেষ মঞ্চায়ন হবে। পদাতিক সূত্রে জানা গেছে ভারতের নদিয়া জেলার চাকদাহতে চাকদাহ নাট্যজনের আয়োজনে নাট্যমেলায় আগামী ১৭ জানুয়ারি পদাতিক নাট্য সংসদের ‘গুণজান বিবির পালা’ নাটকটির মঞ্চায়ন হবে। এ উপলক্ষে আজ সোমবার রাতে পদাতিকের সদস্যরা চাকদাহর উদ্দেশ্যে যাত্রা করবে। লোক কাহিনী সাত ভাই চম্পা অবলম্বনে ‘গুণজান বিবির পালা’ নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন সায়িক সিদ্দিকী। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মমিনুল হক দীপু, মশিউর রহমান, সাঈদা শামছি আরা, মোঃ ইমরান খান, সালমান শুভ চৌধুরী, জিনিয়া আজাদ, তাসমী চৌধুরী, আবু নাসেম লিমন, জিতু, শরীফুল ইসলাম, আবু সাইদ, জয়, পৃথা, আকাশ, জীবন, রাশেদ, শারমিন,। মঞ্চ-সঞ্জীব কুমার দে, আলো- অতিকুল ইসলাম জয়, পোশাক, দ্রব্য ও কোরিওগ্রাফিÑসাঈদা শামছি আরা, সঙ্গীত-হুমায়ন আজম রেওয়াজ, হামিদুর রহমান পাপ্পু, মনির দেওয়ান। প্রযোজনা অধীকর্তাÑসৈয়দ ইশতিয়াক হোসাইন টিটো। ‘গুণজান বিবির পালা’ নাটকে অনেকটা অংশ ঐতিহ্যবাহী পালার আঙ্গিকে করা হয়েছে। যে পালা থাকে গ্রামের আসরে আসরে বয়াতিদের এক শৈল্পিক নাট্য বয়ান। সেই শিল্পের আঙ্গিক স্পর্শ করার চেষ্টা করেছেন নাটকের শিল্পীরা। প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি শিল্পকলার স্টুডিও থিয়েটারে ‘গহনযাত্রা’ ও ৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘জনমাঙ্ক’ ও ১১ জানুয়ারি মনিপুরি থিয়েটারের উৎসবে ‘গহনযাত্রা’ এবং ১৪ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘গুণজান বিবির পালা’ নাটকের প্রদর্শনী হয়। এ ছাড়া ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২২ জানুয়ারি বাংলাদেশ মহিলা সমিতির ড. নিলীমা ইব্রাহীম মিলনায়তনে ‘গুণজান বিবির পালা’ নাটকের আরও একটি মঞ্চায়ন হবে বলে জানা গেছে।
×