ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সুধীর বরণ মাঝি

অষ্টম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:৫৯, ১৪ জানুয়ারি ২০১৮

অষ্টম শ্রেণির পড়াশোনা

বিষয় ॥ বাংলাদেশ ও বিশ্বপরিচয় চতুর্থ অধ্যায়, প্রস্তুতি-১ ॥ বহুনির্বাচনী-৩০ শারীরিক শিক্ষা ও ক্রীড়া শিক্ষক, হাইমচর কলেজ, হাইমচর-চাঁদপুর। মোবাইল : ০১৭৯৪৭৭৭৫৩৫ (পূর্ব প্রকাশের পর) ১১। সরদার বাড়িতে কয়টি কক্ষ আছে? (ক) ৬০টি (খ) ৭০টি (গ) ৮০টি (ঘ) ৯০টি। ১২। মুক্তাগাছার জমিদারদের প্রতœসম্পদগুলো - (র) নানা ধরনের অলংকার,পাথরের ফুলদানি,বাঘ ও হরিণের মাথা। (রর) ঢাল, তলোয়ার, পালঙ্ক, হাতির দাঁতের নানা কারুকাজ। (ররর) কম্পাস, ঘড়ি, হরিণের মাথা ও ইতালির মূর্তি। নিচের কোনটি সঠিক (ক) রও রর (খ) ররর (গ) র ও ররর (ঘ) র,রর ও ররর ১৩। ঢাকা শহরের স্থাপত্য নিদর্শন হচ্ছে- (র) কার্জন হল (রর) বাহাদুর শাহ পার্ক (ররর) সেন্ট টমাস এ্যাংলিকান গির্জা। নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর ১৪। ’প্রতœ’ শব্দের অর্থ কী ? (ক) নতুন (খ) পুরাতন (গ) আধুনিক (ঘ) উন্নত। ১৫। সিফাত প্রতœসম্পদ সংরক্ষিত আছে এমন একটি স্থানে গিয়ে হরিণের মাথা দেখে বেশ অবাক হয়। তার দেখা স্থানটি হলো - (ক) ময়মনসিংহ জাদুঘর (খ) সোনারগাঁও জাদুঘর (গ) রাজশাহী জাদুঘর (ঘ) রংপুরের তাজকাটা প্রাসাদ। ১৬। ঔপনিবেশিক যুগের ধারণা পাওয়া সম্ভব- (র) ঢাকা শহরের ধর্মীয় ইমারত দেখে (রর) জাদুঘর ও সংগ্রহশালার প্রতœ নিদর্শন দেখে (ররর) ঢাকা শহরের লৌকিক ইমারত দেখে। নিচের কোনটি সঠিক (ক) র (খ) রও ররর (গ) র ও রর (ঘ) র,রর ও ররর। ১৭। পানাম নগরের চারপাশ দিয়ে পরিখা খনন করা হয়েছিল কেন? (ক) যুদ্ধের জন্য (খ) নিরাপত্তার জন্য (গ) পানির জন্য (ঘ) সৌন্দর্য বৃদ্ধির জন্য । ১৮ লোকশিল্প জাদুঘর এখন কোথায় স্থাপিত হয়েছে ? (ক) বড় সরদার বাড়িতে (খ) ঢাকায় (গ) মুক্তাগাছায় (ঘ) বালিয়াটিতে। ১৯। ময়মনসিংহ জাদুঘরে বেশি প্রতœ সম্পদ রয়েছে - (ক) তাজহাটের জমিদারের (খ) মুক্তাগাছার জমিদারের (গ) ঢাকার জমিদারের (ঘ) বালহাটির জমিদারের। ২০। প্রতœ সম্পদ বলতে বোঝায়- প্রাচীন আমলের মুদ্রা ও গহণা পুরানো অট্টালিকা ও শিল্পকর্ম পুরানো মূল্যবান আসবাবপত্র ও ভাস্কর্য। নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র,রর ও ররর। উত্তর ঃ ১১(খ), ১২(গ), ১৩(ঘ), ১৪(খ), ১৫(ক), ১৬(ঘ), ১৭(খ), ১৮(ক), ১৯(খ), ২০(ঘ)।
×