ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সহিদ রাহমানের ‘তখন পঁচাত্তর’ কাহিনীচিত্রের প্রিমিয়ার

প্রকাশিত: ০৬:২২, ১৪ জানুয়ারি ২০১৮

সহিদ রাহমানের ‘তখন পঁচাত্তর’ কাহিনীচিত্রের প্রিমিয়ার

স্টাফ রিপোর্টার ॥ জাতির জনক বঙ্গবন্ধুর সপরিবারে হত্যাকান্ড নিয়ে সহিদ রাহমানের গল্প ‘মহামানবের দেশে’ অবলম্বনে নির্মিত হয়েছে তৃতীয় কাহিনীচিত্র ‘তখন পঁচাত্তর’। সহিদ রাহমানের মহামানবের দেশে গল্পের চিত্রনাট্য তৈরি করেছেন মিরন মহিউদ্দীন। পরিচালনা করেছেন তরুণ নির্মাতা আবু হায়াত মাহমুদ। কাহিনীচিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন-রাইসুল ইসলাম আসাদ, এসএম মহসীন, রুনা খান, শ্যামল মাওলা, উর্মিলা শ্রাবন্তী কর, রাশেদ মামুন অপু, রামিজ রাজু, হিন্দোল রায়সহ আরও অনেকে। কাহিনীচিত্রের প্রযোজক মোহাম্মদ মোর্শেদ আলম। নির্বাহী প্রযোজক শামীম চৌধুরী ও আবু সুফিয়ান রতন। প্রযোজনায় তিয়াসা মাল্টিমিডিয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাসভবন, শহীদুল্লাহ হল, ফজলুল হক, মুসলিম হল, কমলাপুর রেল স্টেশন ও সাঁতারকুলে কাহিনীচিত্রের শূটিং হয়েছে। আগামী মার্চ অথবা আগস্টে কাহিনীচিত্রটি একটি বেসরকারী টেলিভিশন চ্যানেলের পর্দায় প্রচারের সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে শনিবার ‘তখন পঁচাত্তর’ কাহিনীচিত্রের প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানবাধিকার কর্মী এ্যাডভোকেট সুলতানা কামাল। উপস্থিত ছিলেন গল্পকার সহিদ রাহমান, পরিচালক আবু হায়াত মাহমুদসহ আরও অনেকে।
×